চেলসির বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে ঝলক দেখিয়েছিলেন থিয়াগো।
চেলসির বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে ঝলক দেখিয়েছিলেন থিয়াগো।

লিভারপুলে স্প্যানিশ জাদু দেখার অপেক্ষা বাড়াল করোনা

এর আগে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর বেশ কয়েকটিতে করোনা হানা দিলেও লিভারপুল ছিল ব্যতিক্রম। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন, সেটা এত দিন জানা যায়নি। কিন্তু এবার করোনা হানা দিয়েছে লিভারপুলের ঘরেও। আক্রান্ত হয়েছেন  বায়ার্ন মিউনিখ থেকে দলে নতুন আসা স্প্যানিশ তারকা মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। লিভারপুল কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে খবরটা।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা জানিয়েছে, ‘লিভারপুলের মিডফিল্ডার থিয়াগো আলকানতারা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। বর্তমানে তিনি প্রয়োজনীয় নিয়মকানুন মানার পাশাপাশি সঙ্গনিরোধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।’

মাত্র সপ্তাহ দুয়েক আগে লিভারপুলে যোগ দিয়েছেন থিয়াগো।

দলে আসার পর পরই চেলসির বিপক্ষে ৪৫ মিনিট খেলার সুযোগ পান এই তারকা। সে ম্যাচে খেলেছিলেনও দুর্দান্ত। এক ম্যাচে ৪৫ মিনিট খেলেছেন এমন তারকাদের মধ্যে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি সফল পাস দেওয়ার রেকর্ড গড়েছিলেন ২৯ বছর বয়সী এই তারকা। ফলে সমর্থকদের আশা ছিল, আর্সেনালের বিপক্ষে পরের ম্যাচ থেকেই মূল একাদশে থাকবেন থিয়াগো, দেখাবেন স্প্যানিশ-জাদু।

তবে সেটা হয়নি। থিয়াগোকে কেন নামানো হয়নি, সে ব্যাপারে প্রশ্ন করা হলে ক্লপ বলেছিলেন হালকা চোটের কথা। সে ‘চোট’টা যে কী, সেটা নিশ্চিত হওয়া গেল এবার।

লিভারপুল আরও জানিয়েছে, ‘বেশ কয়েক দিন ধরেই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখাচ্ছিলেন, যে কারণে আর্সেনালের বিপক্ষে নামানো হয়নি তাঁকে। তবে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন তিনি। কোভিড-১৯ সংক্রান্ত সকল প্রোটোকল মেনে চলছে ক্লাব। এর মধ্যে থিয়াগো নির্ধারিত সময় সঙ্গনিরোধ প্রক্রিয়া পালন করবেন।’

ক্লাবের ডাক্তার জিম মক্সন অবশ্য আশাবাদী, দ্রুতই খেলার মাঠে ফিরবেন থিয়াগো, ‘এটা আসলে খেলোয়াড়ের ওপর নির্ভর করে যে সে করোনা পরীক্ষার ফলাফল সবাইকে জানাবে কি না। আমরা করোনা সংক্রান্ত সব ধরনের প্রোটোকলই মানছি, আর থিয়াগো এখন বেশ ভালোই আছে। করোনাভাইরাসের নির্দেশিকা অনুযায়ী সে সঙ্গনিরোধ প্রক্রিয়া পালন করছে, আশা করি ও খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবে।’

এর আগে লিভারপুলে এই মৌসুমেই আসা লেফটব্যাক কস্তাস সিমিকাস করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল। গত মাসে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলতে গিয়ে গ্রিক লেফটব্যাক আক্রান্ত হন বলে জানিয়েছিল গ্রিক পত্রিকা স্পোর্ত ২৪। কিন্তু সেটির আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। গ্রিক ফেডারেশন শুধু এক খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেও সেটি সিমিকাসই কি না, তা জানায়নি।