ভাবুন তো, বাংলাদেশ থেকে কেউ ফুটবলের টানে ছুটে গিয়েছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখতে। লাখ টাকা খরচ করে আপনি এসেছেন আপনার প্রিয় দলের জয় দেখার জন্য। রোনালদো-সালাহদের অসাধারণ ম্যাচ দেখার জন্য অপেক্ষায় আপনি। কিন্তু আপনার বসার স্থান হলো এমন জায়গায় যেখানে আপনি শুধু একজন গোলকিপারকেই দেখার সুযোগ পাবেন!
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সর্বশেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ হবে ইউক্রেনের রাজধানী কিয়েভে। ২০১২ সালের ইউরো ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠেই। সেবার স্পেন ও ইতালি ম্যাচেও এ রকম সিটে বসে খেলা দেখা লেগেছিল দর্শকদের। সেবারও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনেক সমালোচনাও হয়েছিল। এবারও চলছে সে আলোচনা।
এর মাঝেই বাড়তি বিমান ভাড়া, ম্যাচ উপলক্ষে কিয়েভের হোটেল ও যাতায়াত ভাড়া বাড়িয়ে দেওয়ায় রিয়াল মাদ্রিদের হাজারখানেক দর্শক নিজেদের টিকিট ফেরত দিয়েছেন। সব মিলিয়ে ২ হাজার টিকিট ফিরিয়ে দেওয়া হয়েছে। তার ওপর মাঠের দর্শকসারির এই ঘটনা। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজন করে সুনাম কুড়াতে চেয়েছিল কিয়েভ। উল্টো এখন সহ্য করতে হচ্ছে সমালোচনা।