>হোয়াইট হাউসে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সউজার সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই বৈঠকে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন
যুক্তরাষ্ট্র নিয়ে ডোনাল্ড ট্রাম্পের গর্বের শেষ নেই। নিজের দেশ নিয়ে তিনি প্রায়ই ‘গ্রেটেস্ট’ শব্দটা ব্যবহার করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবার ভিন্ন পথে হাঁটলেন। সেই পথটা ফুটবলের। হোয়াইট হাউসে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সউজাকে ট্রাম্পের জিজ্ঞাসা, ‘...লোকে বলে সে সর্বকালের সেরা খেলোয়াড়।’
ট্রাম্প কথাটা কাকে নিয়ে বলেছেন তা পরিষ্কার। ক্রিস্টিয়ানো রোনালদো। সেরার প্রশ্নে রোনালদো ও মেসিকে নিয়ে তর্কযুদ্ধে মেতে থাকেন তাঁদের ভক্তরা। রোনালদোর ভক্তদের কথাই পর্তুগালের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছেন ট্রাম্প। রোনালদোকে নিয়ে ট্রাম্পের আগ্রহের এখানেই শেষ নয়। রেবেলোর কাছে তিনি জানতে চান, ‘আমাকে বলুন, সে কতটা ভালো? আপনার কেমন লাগে?’ রেবেলোর জবাব, ‘আমার তো দারুণ লাগে। সে বিশ্বের সেরা খেলোয়াড়।’
রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। ট্রাম্পের যে তাই বলে বিশ্বকাপ নিয়ে কোনো আগ্রহ নেই তা নয়। হোয়াইট হাউসে পর্তুগাল প্রেসিডেন্টের সঙ্গে আলাপচারিতায় তাই বিশ্বকাপের প্রসঙ্গটা অনুমিতভাবেই উঠেছে। আর পর্তুগিজ প্রেসিডেন্টের সঙ্গে ফুটবল নিয়ে কথা উঠলে রোনালদোর প্রসঙ্গ উঠবেই। সেই আলোচনায় দুই দেশের রাষ্ট্রনায়ক রোনালদো নিয়ে কথা বলেছেন মন খুলেই।
রেবেলোকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, তাঁর ছেলে রোনালদোর সম্পর্কে ‘সব জানে’। এরপরই পর্তুগালের প্রেসিডেন্টকে ট্রাম্পের জিজ্ঞাসা, ‘আচ্ছা, ক্রিস্টিয়ানো কি কখনো আপনার বিপক্ষে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে? সে জিততে পারবে না। আপনি তা জানেন?’ এর জবাবে রেবেলোর জবাবটা চমকপ্রদ, ‘জনাব প্রেসিডেন্ট, একটা ব্যাপারে আপনাকে বলতে পারি ; পর্তুগাল যুক্তরাষ্ট্র নয়। কিছুটা আলাদা।’
সোচিতে আগামীকাল বিশ্বকাপের শেষ ষোলোয় উরুগুয়ের মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।