রেকর্ডটি সবার ধরাছোঁয়ার বাইরে থাকবে বলেই মনে হয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও যে বহু চেষ্টাতেও সেটা করে দেখাতে পারেননি। ২০১৩–১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পথে অবিশ্বাস্য ঠেকা ১৭ গোল করেছিলেন রোনালদো। টানা তিন চ্যাম্পিয়নস লিগে জেতানোর পথেও সেটা আর ছোঁয়া হয়নি তাঁর। সর্বোচ্চ এক মৌসুমে ১৬ গোল ছিল তাঁর। এবার সেই রেকর্ড ভেঙে যেতেও পারে। দুর্দান্ত ছন্দে থাকা রবার্ট লেভানডফস্কির পক্ষে এবার সম্ভব রোনালদোকে চূড়া থেকে সরানো।
এ মৌসুমে এরই মাঝে ৫৩ গোল হয়ে গেছে লেভানডফস্কির। মাত্র ৩১ লিগ ম্যাচে ৩৪ গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। সবগুলো গোলেই অবদান ছিল লেভার। তিনটি গোলে করেছেন, করিয়েছেন চারটি। গত পরশু করা দুই গোলে চ্যাম্পিয়নস লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন এই পোলিশ স্ট্রাইকার। ইউরোপ সেরা প্রতিযোগিতায় এখন ৬৬ গোল তাঁর। রোনালদোর ১৩০ গোলের রেকর্ড ভাঙা হয়তো তাঁর পক্ষে সম্ভব হবে না, কিন্তু এ মৌসুমে ১৩ গোল করা লেভানডফস্কির পক্ষে মৌসুমে ১৭ গোলের রেকর্ড ভাঙা সম্ভব।
বার্সেলোনার সঙ্গে কোয়ার্টার ফাইনালের পর সম্ভাব্য আরও দুটি ম্যাচ পাবেন লেভানডফস্কি। ৭ ম্যাচে ১৩ গোল করা এক স্ট্রাইকারের পক্ষে বাকি সম্ভাব্য ৩ ম্যাচে ৪ গোল করার আশা করাই স্বাভাবিক। ওদিকে বায়ার্ন মিউনিখে যাওয়ার পর ঘরোয়া সব শিরোপার স্বাদ পেলেও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি এই স্ট্রাইকারের। তাই নিজের রেকর্ড নয়, দলকে শিরোপা এনে দেওয়া নিয়েই যত চিন্তা তাঁর, 'এটা আমার লক্ষ্য নয় (রোনালদোর রেকর্ড)। আমাদের সামনে আরেকটি নকআউট ম্যাচ, দল হিসেবে খুবই ভালো একটা ম্যাচ খেলতে হবে আমাদের। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো খেলে এবং পরের রাউন্ডে যাওয়া। সেমিফাইনালে যেতে হলে আমাদের দেখাতে হবে আমরা ভালো (বার্সেলোনার চেয়ে)। '
সাবেক জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস সেমিতে বার্সেলোনার খুব একটা সুযোগ দেখছেন না। বলেছেন, বায়ার্ন খুব বাজে না খেললে সেমিতে ওঠার সম্ভাবনা নেই বার্সেলোনার। লেভানডফস্কি অতটা নিশ্চিত নন। মাত্র এক লেগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মতো সমৃদ্ধ ইতিহাসের এক ক্লাবকে যথাযথ সম্মান দেখাচ্ছেন এই স্ট্রাইকার, 'বার্সেলোনা বরাবরই বিপজ্জনক এবং দারুণ ফুটবল খেলে। প্রথম মিনিট থেকেই আমাদের মনোযোগী হতে হবে এবং মান দেখাতে হবে। সেরা দলই পরের ধাপে খেলবে।'