>সিরি আতে এসপিএএলের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। জুভেন্টাসের হয়ে একটি করে গোল করেন রোনালদো ও মানজুকিচ।
মৌসুমে এর আগে ৮ গোল করেছেন রোনালদো। এসপিএএলের বিপক্ষে এক গোল করে সংখ্যাটা ‘নয়’-এ পৌঁছাল। শনিবার রাতে নিজেদের মাঠে জুভেন্টাস দুর্দান্ত খেলেছে—এমনটা বলা যাচ্ছে না। তবে জয় তুলে নিতে খুব একটা কষ্ট করতে হয়নি রোনালদোদের। রোনালদোর গেলে প্রথমার্ধেই এগিয়ে যাওয়া জুভরা দ্বিতীয়ার্ধেও পায় জালের দেখা। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন জুভেন্টাসের পর্তুগিজ সেনা। মানজুকিচের গোলে শেষতক ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান জায়ান্টরা।
পয়েন্ট টেবিলের নিচের দিকের দল এসপিএএল। তাদের বিপক্ষে জুভেন্টাস জয়টা সহজেই তুলে নিয়েছে। বলের দখলে এগিয়ে থাকা অতিথিরা গোলমুখে শট নিয়েছে ১১টি, যার একটি মাত্র শট তারা লক্ষ্যে রাখতে পেরেছে। রোনালদোরা প্রতিপক্ষের জালে শট নিয়েছে ১৫টি। লক্ষ্যে রাখতে পেরেছে ৭টি। বল দখলে পিছিয়ে থেকেও প্রথমার্ধে গোলের দেখা পায় জুভেন্টাসই। পিয়ানিচের ক্রস থেকে পাওয়া বলে গোলপোস্টের খুব কাছ থেকে রোনালদোর শট ঠেকানোর কোনো সুযোগ পাননি এসপিএএলের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধেও ভালো কিছু সুযোগ পান অ্যালেগ্রির শিষ্যরা। সুযোগ কাজে লাগে ম্যাচের ৬০ মিনিটে এসে। রোনালদোর টেনে আনা বল থেকে শট নেন কস্তা। কোনোমতে সেটা ঠেকিয়ে দেন অতিথিদের গোলরক্ষক। ফিরতি বল পেয়ে বসেন মানজুকিচ। মানজুকিচের শট ঠেকাতে ব্যর্থ হন এসপিএএল গোলরক্ষক। ব্যবধান দ্বিগুণ করে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।
সিরি আতে পয়েন্ট টেবিলে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। দুই নম্বরে থাকা নাপোলির পয়েন্ট ২৮।