>লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বৈরথের অভাবটা পোড়ায় লিওনেল মেসিকে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতার অভাবটা অনুভব করেন বার্সেলোনা তারকা
লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ‘মিস’ করেন লিওনেল মেসি। পর্তুগিজ ফরোয়ার্ড লা লিগাতেই খেলে যান চেয়েছিলেন বার্সার এ তারকা। গত বছর রিয়াল মাদ্রিদ ছেড়ে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি-তে জুভেন্টাসে যোগ দেন রোনালদো।
মেসি-রোনালদোর দ্বৈরথ বহু আগেই জায়গা করে নিয়েছে ফুটবলের ইতিহাসে। খেলাটির ইতিহাসে এমন আর আছে কি না তা গবেষণার বিষয়। প্রায় এক দশক ধরে দুজন জিভে জল আনা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন লা লিগায়। রোনালদো তুরিনের ক্লাবটিতে যোগ দেওয়ার পর দুজনে এখনো মাঠের লড়াইয়ে মুখোমুখি হননি।
কাতালান রেডিও ‘আরএসি১’কে মেসি বলেন, ‘হ্যাঁ, আমি চেয়েছিলাম রোনালদো লা লিগায় মাদ্রিদের হয়ে খেলে যাক। লা লিগা আর ক্লাসিকো মিলিয়ে এটা আমাদের দ্বৈরথে অন্য মাত্রা যোগ করেছে।’ রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ায় শক্তি কমেছে রিয়ালের। মাদ্রিদের ক্লাবটি তা ভালোই টের পেয়েছে গত মৌসুমে। তবে রিয়ালে এখন যাঁরা আছেন দলটিকে শীর্ষে তোলার সব রকম যোগ্যতাই আছে বলে মনে করেন বার্সা তারকা।
রিয়াল নিয়ে মেসির উক্তি, ‘এ বছরের শুরুতে বলেছিলাম রোনালদোর অভাব টের পাবে রিয়াল। অন্য যেকোনো দলই টের পাবে। কিন্তু এরপরও সেরা হওয়ার জন্য পর্যাপ্ত খেলোয়াড় রয়েছে রিয়ালের। এটা মাদ্রিদ আর ইতিহাস-ঐতিহ্য অনেক সমৃদ্ধ।’
মেসি-রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথ নিয়েও ফুটবলমোদীদের মধ্যে আগ্রহ কম নয়। ব্যক্তিগত পুরস্কার জয়ে দুজন একে-অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা থাকে দুজনের, এমনটাই মনে করেন ফুটবলমোদীরা। কিন্তু মেসি জানালেন ধারণাটি ভুল, ‘রোনালদোর চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে ক্যারিয়ার শেষ করব তা কখনো ভাবিনি।’