>প্রাক্-মৌসুম প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ
রিয়াল বেটিসের কাছে হার দিয়ে গত মৌসুম শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমের শুরুটা হলো ঠিক সেখান থেকেই। নতুন মৌসুমের প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচেই হেরেছে রিয়াল। প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরেছে মাদ্রিদের ক্লাবটি। এ ম্যাচ শেষে গ্যারেথ বেলের দ্রুতই রিয়াল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জিদান।
রিয়াল কোচ জিদানের অবশ্য এ হার নিয়ে খুব বেশি চিন্তা করার কথা না। দলকে পুনর্গঠনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন ফরাসি এ কোচ। রদ্রিগো, লুকা জোভিচ, ফারল্যান্ড মেন্ডিদের এ ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে রিয়ালের জার্সিতে। প্রাক্-মৌসুমে রিয়ালের প্রথম এ ম্যাচে অভিষেক ঘটেছে এডেন হ্যাজার্ডেরও। ৫০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন বেলজিয়াম তারকা। ৬৯ মিনিটের মধ্যে ৩ গোল ব্যবধানে এগিয়ে ছিল বায়ার্ন। নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এ ম্যাচে গ্যারেথ বেলকে খেলাননি জিদান। ম্যাচ শেষে জিদান সরাসরিই বলেছেন, ‘শিগগিরই রিয়াল ছাড়বেন বেল।’
বায়ার্নের বিপক্ষে বেলের অনুপস্থিতি নিয়ে প্রথমে জানা গিয়েছিল, চোট পেয়েছেন ওয়েলশ তারকা। পরে ক্লাবের পক্ষ থেকেই পরিষ্কার হয়, চোট পাননি তিনি। সংবাদমাধ্যম জানিয়েছে, জিদান চাননি বলেই বেল মাঠে নামতে পারেননি। বেশ আগেই জানা গিয়েছিল, আগামী মৌসুমে রিয়াল কোচের পরিকল্পনায় জায়গা নেই বেলের। রিয়ালে বেলের চুক্তির মেয়াদ ফুরোতে এখনো তিন মৌসুম বাকি। তাঁর সাবেক ক্লাব টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ ইতিমধ্যে বেলকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
বেলের অনুপস্থিতি প্রসঙ্গে জিদান খোলাসা করেই বলেন, ‘বেল খেলেনি কারণ সে শিগগিরই ক্লাব ছাড়বে। সেটি কালকে হলেই ভালো। আমরাও আশা করি, সে দ্রুতই ক্লাব ছাড়ুক। সেটি দুই পক্ষের জন্যই ভালো।’ গত মৌসুমের বাজে পারফরম্যান্স থেকে রিয়ালকে নিয়ে ঘুরে দাঁড়াতে চান জিদান। ব্যক্তিগত কোনো কারণ নয়, ক্লাবের ভবিষ্যতের কথা ভেবেই বেলকে পরিকল্পনায় রাখেননি জিদান। কথাটা তিনি জানিয়েছেন সংবাদ সম্মেলনেই, ‘তাঁর বিপক্ষে ব্যক্তিগত কোনো কিছু নেই। এমন কিছু সময় আসে, যখন সিদ্ধান্ত নিতে হয়। পাল্টাতে হয়। এ বিদায়টা কোচের সিদ্ধান্ত, খেলোয়াড়েরও—যে অবস্থাটা জানে।’