গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন ও রাফিনিয়া—এবারের দলবদলে এই তিন ব্রাজিলিয়ানকে পাওয়ার দৌড়ে নেমেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব। ম্যানচেস্টার সিটি থেকে স্ট্রাইকার জেসুসকে এরই মধ্যে দলে ভিড়িয়েছে আর্সেনাল। এভারটনের ফরোয়ার্ড রিচার্লিসনকে নিয়েছে টটেনহাম।
লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াকে পাওয়ার দৌড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির সঙ্গে লড়াইয়ে নেমেছিল স্পেনের লা লিগার ক্লাব বার্সেলোনা। এ দৌড়ে শেষ পর্যন্ত বার্সারই জয় হচ্ছে। স্পেন ও ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর, রাফিনিয়াকে নিয়ে লিডসের সঙ্গে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছে বার্সা।
ধারণা করা হচ্ছে, রাফিনিয়ার জন্য লিডসকে ৫ কোটি ৫০ লাখ ইউরো দিতে রাজি আছে বার্সেলোনা। লা লিগার ক্লাবটিতে তাঁর পারফরম্যান্সসহ নানা ধরনের শর্ত মিলিয়ে সেটি আরও দুই কোটি ইউরো হতে পারে।
বিষয়টি নিয়ে দুই পক্ষ এরই মধ্যে আলোচনা করে ফেলেছে বলেই খবর। তবে বার্সেলোনা এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি লিডসকে দেয়নি। স্পেনের সংবাদমাধ্যমের খবর, আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়াটা এখন শুধুই সময়ের ব্যাপার।
লিডস কর্তৃপক্ষ অবশ্য বার্সেলোনার আর্থিক সংকটের কারণে এই চুক্তি নিয়ে একটু বেশিই সতর্ক। এ কারণে তারা আগে রাফিনিয়াকে বিক্রি করার তিন কিস্তিতে পাওয়ার সূচিটা নিশ্চিত করতে চায়। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার খবর, সেই নিশ্চয়তাও লিডস এরই মধ্যে পেয়ে গেছে।
বার্সেলোনা এখনো তাদের টেলিভিশন স্বত্বের ১৫ শতাংশ বিক্রি করা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ আলোচনা সফল হলে কমপক্ষে ৪০ কোটি ইউরো সংকুলান হয়ে যাবে তাদের। দলবদলের দরজা বন্ধ হয়ে যাওয়ার আগেই এটা তারা করে ফেলতে চায়।