বার্সায় থাকা হচ্ছে না মেসির
বার্সায় থাকা হচ্ছে না মেসির

রাতের আঁধারে মেসিকে প্রস্তাব দেওয়া হয়নি

স্প্যানিশ চ্যানেল বেতেভে সকালেই ফাটিয়েছিল এই বোমা। বাড়িয়ে দিয়েছিল বার্সেলোনা সমর্থকদের মনে নিভতে থাকা আশা।


তাদের অনুষ্ঠান ‘লা পোর্তেরিয়া’তে জানানো হয়েছিল, ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে আটকে রাখার জন্য শেষ এক চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার নতুন প্রধান নির্বাহী ফেরান রেভেরতার নতুন এই প্রস্তাব নিয়ে গেছেন মেসির কাছে। রাত দুইটার সময় মেসির বাসায় চুক্তি নবায়নের নতুন এই প্রস্তাব নিয়ে গিয়েছেন রেভেরতার, বেতেভের সাংবাদিক মার্ক মার্বা প্রাৎস বের করেছেন এ খবর।

প্রাৎসের সূত্র ধরে স্পেন ও আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম বেশ ফলাও করে প্রকাশ করেছিল সংবাদটা। মুন্দো আলবিসেলেস্তে, মুন্দো দেপোর্তিভো, ওলে, স্পোর্ত, টিওয়াইসি স্পোর্ত, ইএসপিএন আর্জেন্টিনার একাধিক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম গরম করে ফেলেছিলেন এই খবর দিয়ে। যা রটে, তা কিছু হলেও বটে— সুপ্রাচীন বাংলা এই প্রবাদটার কথা যেন মনে করিয়ে দিচ্ছিল বার্সেলোনা।

বন্ধুর সঙ্গে আবারও খেলতে যাচ্ছেন মেসি

কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই উল্টোসুর। স্পেনের বেশ কিছু গণমাধ্যম এবার সেই খবর সরাসরি অস্বীকার করেছে। জানা গেছে, বার্সেলোনার ভেতররে বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র মার্ক মার্বা প্রাৎসের সেই খবরকে উড়িয়ে দিয়েছেন। মার্কা জানিয়েছে, এমন কোনো প্রস্তাব শেষবেলায় এসে মেসিকে দেওয়া হয়নি। দেপোর্তেস কাদেনা কোপের সাংবাদিক ভিক্তর নাহেও জানিয়েছেন এই খবর। মেসি ও বার্সেলোনা, দুই পক্ষই এই খবর স্বীকার করেনি বলে জানা গেছে। ওদিকে রেডিও মার্কার আলেহান্দ্রো সেগুরাও একই কথা জানিয়েছেন, বার্সেলোনা শেষ মুহূর্তে এমন কোনো প্রস্তাব নিয়ে মেসির দুয়ারে যায়নি।

এল পিরিওদিকো, আরএসিওয়ানের মতো বেশ কিছু পরিচিত গণমাধ্যমও একই খবর দিয়েছে। আরএসিওয়ানের সাংবাদিক মার্তা রামোন গোরিনা জানিয়েছেন, ‘অবিশ্বাস্য কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। মেসি এখন পিএসজির সঙ্গে তাঁর চুক্তির শেষ কিছু বিষয় চূড়ান্ত করছেন।’ স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সাংবাদিক আলবার্ত রোগে সম্মতি দিয়েছেন মার্ক মার্বা প্রাৎসের কথায়। এখন তিনিও জানিয়েছেন বার্সেলোনার অস্বীকার করার কথা।

বিদায়ী সংবাদ সম্মেলনে কাঁদছেন মেসি

দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো-ও একই কথা বলেছেন। জানিয়েছেন, ‘বার্সেলোনা যে মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছেন, এ বিষয়টা দুই পক্ষের কেউই নিশ্চিত করেনি। পিএসজির সঙ্গে মেসি শেষ মুহূর্তে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পিএসজি চায় যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিটা সম্পন্ন করতে।' ফরাসি সংবাদমাধ্যম লেকিপের সাংবাদিক ফ্লোরেন্ত তোরশুও একই কথা জানিয়েছেন।
বার্সেলোনা সমর্থকদের আশার পারদ তাই না চড়ানোই ভালো!