আর্জেন্টিনার রেডিও এফএম ৯৪৭-এ বেশ অনেক বিষয় নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি
গত এক যুগ ধরে বিশ্বের সেরা খেলোয়াড়ের খেতাব নিজেদের করে রেখেছেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছর যদিও দুজনের আধিপত্যে ছেদ টেনেছেন লুকা মদরিচ। কিন্তু পাঁচবারের বিশ্বসেরা মেসি নিজে কী মনে করেন? বিশ্বের সেরা ফুটবলার কে বা কারা?
আর্জেন্টিনার রেডিও এফএম ৯৪.৭ ক্লাব অকটুব্রে-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের পছন্দের কথা জানিয়েছেন মেসি। তবে একই সঙ্গে সযত্নে এড়িয়ে গেছেন রোনালদোর সঙ্গে তাঁর চিরকালীন তুলনার বিষয়টি, ‘এই সময়ে অনেক অসাধারণ খেলোয়াড় খেলছে। আমার কাছে বিশ্বের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, নেইমার, লুই সুয়ারেজ, সার্জিও আগুয়েরো ও এডেন হ্যাজার্ড। আমার মনে হয় এখন এরাই বিশ্বের সেরা খেলোয়াড়। কাউকে বাদ দিতে চাচ্ছি না বা ভুলে যেতে চাচ্ছি না। আমি এই তালিকা থেকে নিজেকে ও রোনালদোকে সরিয়ে রাখছি। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি!’
মেসির অভিষেকের পর থেকেই একটা কথা সব সময় বলা হয়ে থাকে, তাঁর ইচ্ছামতো আর্জেন্টিনার ফেডারেশন চালানো হয়। মূল একাদশে কে কে খেলবেন, কোনো একটা টুর্নামেন্টের স্কোয়াডে কাকে রাখা হবে, কোচ হিসেবে কে আসবে না আসবে — সব সিদ্ধান্তের পেছনেই কলকাঠি নাড়েন মেসি। এর পেছনে সত্যতা কতটুকু?
বিষয়টি একদম উড়িয়ে দিয়েছেন মেসি, ‘যেটা বললাম, আমার ওপরে যদি আসলেই দায়িত্ব থাকত, আগুয়েরো প্রত্যেকটা ম্যাচ খেলত। স্কোয়াডের মধ্যে আমার নেতৃত্বের আরেকটা উপদল আছে বলে আমি বেশ অনেক দিন ধরেই শুনছি। সবাই মনে করে আমি আর্জেন্টিনার ফেডারেশন চালাই। পছন্দমতো খেলোয়াড় দিয়ে একাদশ সাজাই। এসব কথা শুনলে আমার প্রচণ্ড কষ্ট হয়। মানুষজন এমন কথাও বলে যে ফেডারেশনের মধ্যে আমার বাবার আলাদা ক্ষমতা আছে। এসব কথা কোনো ভিত্তি নেই। এসব কথাবার্তার কারণে আমার পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আর্জেন্টিনায় আমার অনেক আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব রয়েছে, তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। আমার নামে যে যা খুশি বলে বেড়ায়, আর মানুষজন সেটা বিশ্বাসও করে। অনেক খারাপ লাগে আমার।’
আলাদা করে বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ ও আর্জেন্টিনা দলের সতীর্থ এবং প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরোর কথা জোর দিয়ে বলেছেন মেসি, ‘বার্সেলোনার ইতিহাসে অনেক সেরা খেলোয়াড় এসে খেলে গিয়েছে। সুয়ারেজও ওদের মধ্যে অন্যতম। ওর সঙ্গে আমার সম্পর্কটা শুধু খেলার মাঠের মধ্যেই নয়, খেলার মাঠের বাইরেও আমাদের একটা আলাদা বন্ধন আছে।’
মেসির সঙ্গে আগুয়েরোর বন্ধুত্বের কথা সবারই জানা। সম্প্রতি, আর্জেন্টিনার জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে আগুয়েরোকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির পক্ষে গোলের বন্যা ছোটানোর পরেও। বিষয়টা ভালোভাবে নেননি মেসি, ‘আগুয়েরো একটা কথা প্রায়ই বলে। আমি মেসির বন্ধু এবং আমি জাতীয় দলের বিকল্প খেলোয়াড়। আমার ওপরে যদি খেলোয়াড় নির্বাচন করার দায়িত্ব থাকত, তাহলে আগুয়েরো প্রত্যেক ম্যাচে মূল একাদশে থাকত।’