ক্রিস্টিয়ান এরিকসেন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবেন? বিবিসি জানিয়েছে, ডেনিশ তারকা ইউনাইটেডে তিন বছরের চুক্তিতে যোগ দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছেন। ৩০ বছর বয়সী এই তারকার ব্রেন্টফোর্ডের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি শেষ হয়ে গেছে গত মাসে।
গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের ম্যাচে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন এরিকসেন। ইন্টার মিলানে খেলা এরিকসেন হৃদ্রোগের কারণে ইতালিতে আর খেলতে পারেননি। ইতালীয় ফুটবলের নিয়মানুযায়ী হৃদ্রোগসংক্রান্ত শারীরিক সমস্যা আছে, এমন কোনো ফুটবলারকে কোনো ক্লাব রাখতে পারে না।
ব্রেন্টফোর্ডের হয়ে ফিরে খুব খারাপ করেননি এরিকসেন। গত জানুয়ারিতে এ ক্লাবের হয়েই ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ফেরেন ডেনিশ তারকা। হৃদ্যন্ত্রে ইনপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর বা আইসিডি ধারণ করেই ব্রেন্টফোর্ডের হয়ে খেলেছেন তিনি। ১১ ম্যাচ খেলে এক গোল, চারবার গোলে সহায়তা, খুব মন্দ নয়। বিশেষ করে যেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ফুটবলে ফেরাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁর।
ব্রেন্টফোর্ডের হয়ে খেলাটা ভালোভাবেই উপভোগ করেছেন তিনি। এই ১১ ম্যাচের সাতটিতেই জিতেছিল ব্রেন্টফোর্ড। ক্লাবটি আরও এক মৌসুমের জন্য চুক্তি বাড়ানোর প্রস্তাবও দিয়েছিল। তবু গত মাসে তিনি জানিয়ে দিয়েছিলেন, চুক্তি আর বাড়াবেন না। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার হাতছানিই মূলত তাঁর এই সিদ্ধান্তের কারণ ছিল।
ইউনাইটেডে এখনো ডাক্তারি পরীক্ষা বাকি এরিকসেনের। তাঁর সঙ্গে ফেইনুর্দ ডিফেন্ডার টিরেল মালাসিয়ারও শারীরিক পরীক্ষা হবে। তাঁর সঙ্গে সাবেক ক্লাব টটেনহাম হটস্পারেরও কথা হয়েছিল। লন্ডনের ওই প্রান্তে ফিরতেও পারতেন তিনি। পরে সেই কথা আর এগোয়নি। ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত টটেনহামে খেলেছিলেন এরিকসেন।