>স্পেন তারকা সার্জিও রামোস ম্যারাডোনার চেয়ে এগিয়ে রাখতে চান মেসিকে। কতটা এগিয়ে মেসি? রামোস বলেছেন, ‘এক আলোকবর্ষ’।
বিশ্বকাপ এলেই তুলনা হয় ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির মধ্যে। আর্জেন্টাইন এই দুই মহাতারকা কে কার চেয়ে এগিয়ে, এই প্রশ্ন উঠে আসে অবধারিতভাবেই। মেসি ক্লাব ক্যারিয়ারে সম্ভব-অসম্ভব প্রায় সবকিছুই জিতেছেন। ব্যালন ডি’অর পেয়েছেন পাঁচবার। কিন্তু আর্জেন্টিনার আকাশি নীল-সাদা জার্সি গায়ে কিছুই করতে পারেননি। অন্যদিকে ১৯৮৬ বিশ্বকাপ জিতিয়ে আর্জেন্টাইন কিংবদন্তিদের তালিকায় উঠে গেছেন ম্যারাডোনা।
অনেকেই বলছেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে পারলেই ম্যারাডোনার সঙ্গে একই বিন্দুতে মিলবেন মেসি। স্পেন তারকা সার্জিও রামোস অবশ্য তেমনটা মনে করেন না। তিনি মনে করেন, ম্যারাডোনার চেয়ে মেসি কমপক্ষে এক আলোকবর্ষ এগিয়ে আছেন।
মেসিকে সেরা হতে কেন বিশ্বকাপ জিততে হবে—এ প্রশ্নই সবার সামনে রেখেছেন রামোস, ‘সেরা হতে মেসিকে বিশ্বকাপ জেতার কোনো দরকার নেই। সে এমনিতেই আর্জেন্টিনার ফুটবলের সেরা তারকা। সবাই জানে, ম্যারাডোনার চেয়ে মেসি এক আলোকবর্ষ এগিয়ে।’
মেসিকে এগিয়ে রাখলেও ম্যারাডোনার প্রতি রামোসের আছে বিস্তর শ্রদ্ধা ও সম্মান, ‘আমি ম্যারাডোনাকে অসম্ভব শ্রদ্ধা করি। তিনি ছিলেন দুর্দান্ত এক ফুটবলার। তারপরেও আমি মেসিকে ম্যারাডোনার চেয়ে এগিয়ে রাখব।’