অবশেষে আর্জেন্টিনার হয়ে শিরোপা জিতলেন লিওনেল মেসি।
অবশেষে আর্জেন্টিনার হয়ে শিরোপা জিতলেন লিওনেল মেসি।

মেসির হাতে স্বপ্নের শিরোপা...

এই একটা শিরোপার জন্য অপেক্ষাটা ২৮ বছরের। হ্যাঁ, ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলার পর আর্জেন্টিনার নেই কোনো আন্তর্জাতিক শিরোপা। বিশ্বকাপ আসত, আসত কোপা, চলেও যেত। কিন্তু আর্জেন্টিনার অপেক্ষাটা যেন ফুরাতো না। অবশেষে ২৮ বছর পর সেই অপেক্ষার অবসান হলো। আর্জেন্টিনা জিতল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা। লিওনেল মেসি অবশেষে হাত দিয়ে ছুঁতে পারলেন একটি আন্তর্জাতিক শিরোপা। ফুটবলের অপার এক রহস্যেরই যেন সমাধান হলো। ২০১৪ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেও পরেননি। এরপর দুটি কোপা–শিরোপার স্বপ্ন ধূলিস্যাৎ হয়েছে তাঁর। আর্জেন্টিনার জার্সিতে হাসতেই ভুলে গিয়েছিলেন তিনি। আজ কোপা আমেরিকার আরেকটি আসরের শিরোপা জিতে সেই হাসিই ফিরে এল তাঁর মুখে। সমর্থকেরা অপার আনন্দ নিয়ে উপভোগ করল দৃশ্যটা—মেসির উদ্‌যাপন করছেন ট্রফি হাতে শিরোপা জয়ের গৌরব, আর্জেন্টিনার সেই বিখ্যাত আকাশী নীল–সাদা জার্সিতে !
কোপার ম্যান অব দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ গোলদাতা মেসিই।
এ দৃশ্যের অপেক্ষাতেই ছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা।
আনন্দ যেন ধরে না আর্জেন্টিনার।
কত বছরের অপেক্ষার পর এ গৌরব!