সময়টা মোটেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা খুইয়েছে কাতালানরা। এই মৌসুমে এখন পর্যন্ত জেতা হয়নি কোনো টুর্নামেন্টের শিরোপাও। সামনে চ্যাম্পিয়নস লিগের শিরোপা না জিততে পারলে খালি হাতে মৌসুম শেষ করতে হবে মেসিদের।
দলের অবস্থা ভালো না দেখে এরই মধ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন দলের প্রাণভোমরা মেসি। ওসাসুনার কাছে হারার পর শুধু খেলোয়াড় নয় , ক্লাব সংশ্লিষ্ট সব কিছুতেই পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।
অন্য দিকে ক্লাবের সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর বিপক্ষে অনাস্থা ভোটের জন্য লড়াইয়ে নেমেছেন বার্সেলোনা সমর্থক গোষ্ঠীদের সম্মিলিত সংগঠন কোর ব্লুগ্রানা। বার্তোমেউ ও বোর্ড পরিচালকদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডেকে আগামী গ্রীষ্মের নির্বাচনকে এবারই আয়োজন করারব্যাপারে উদ্যেগ নিয়েছে তারা। এর জন্য তাদের প্রয়োজন ক্লাবের ১৭ হাজার সমর্থকের স্বাক্ষর। করোনা কালীন এই সময়ে কাজটি কঠিন হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে সমর্থক গোষ্ঠীটি।
সংগঠনের মুখপাত্র হোসে মারিয়া ক্রেমাদেস কাতালান রেডিওতে সাক্ষাতকারে বলেছেন, 'আমরা জানি আমরা বেশ কয়েকটি বিষয়ের বিপক্ষে কাজ করছি। মাঠে যেহেতু দর্শকেরা আসতে পারছেন না, তাই সেখান থেকে আমরা স্বাক্ষর সংগ্রহ করতে পারছি না। আমরা একটি মহামারির মাঝে আছি এবং আগামী বছরই নির্বাচন।'
এর পরেই ক্লাবের বর্তমান পরিচালকদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্রেমাদেস, 'তবুও আমরা এই অনাস্থা ভোট এগিয়ে নিতে চাই। কারণ আমরা এখন এতটাই ক্ষুব্ধ। ক্লাবের ব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়।'
বার্তোমেউর বিপক্ষে এবারই প্রথম অনাস্থা ভোট নয়, এর আগে ২০১৭ সালেও তাঁর বিপক্ষে অনাস্থা ভোটের ডাক দিয়েছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী অগাস্তি বেনোদিত্ত। কিন্তু সেবার প্রয়োজনীয় স্বাক্ষর জোগাড় করা যায়নি বলে সে যাত্রায় ঝামেলার হাত থেকে রক্ষা পান বার্তোমেউ। কিন্তু এবারের প্রেক্ষাপটটা আলাদা। পাঁচ বছর হয়ে গিয়েছে শেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছে বার্সেলোনা। এবার ট্রফিটা না জিততে পারলে একেবারেই ট্রফি শূন্য মৌসুম শেষ করতে হবে তাদের।