>অনলাইনে ফিটনেস ক্লাসের ব্যবস্থা করেছেন দেশের তিন কোচ। সেখান বিপুল সাড়া পেয়েছে তাঁরা
করোনায় ঘর বন্দী আছেন ফুটবলার থেকে শুরু করে কোচরাও। দৈনন্দিন ব্যস্ততা নেই। উৎকণ্ঠা এক পাশে সরিয়ে রাখতে পারলে অপ্রত্যাশিত এই অবসর নতুন কিছু শেখা, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের উপযুক্ত সময়। তাই অনলাইনে ফিটনেস সম্পর্কে পাঠদানে এগিয়ে এসেছেন দেশের অন্যতম সেরা তিন কোচ মারুফুল হক, সাইফুল বারি টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টু। শুধু কোচ ও খেলোয়াড়দের জন্য নয়, সংগঠকদের জন্যও উন্মুক্ত সুযোগ এনে দিই তিন কোচের অনলাইন ক্লাস।
২৪ এপ্রিল অনুষ্ঠেয় এই ফ্রি অনলাইনে ক্লাসের বিজ্ঞপ্তি গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন মারুফুল হক। ২২ এপ্রিল পর্যন্ত রাখা হয়েছিল নিবন্ধনের সুযোগ । কিন্তু বিপুল সাড়াতে কোটা পূরণ হয়ে যাওয়ায় গতকাল রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে নিবন্ধন। ক্লাসটি করতে পারবেন এক শজন। বাছাই শেষে ৯০ জনের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে গতকাল। অনেকেই ফোনে যোগাযোগ করেছেন। বাকি দশ জনকে চূড়ান্ত করা হবে সেখান থেকে।
মারুফুলের দেওয়া তথ্য অনুযায়ী সুযোগটা বেশি গ্রহণ করেছেন কোচরা। ৫০ থেকে ৬০ জন কোচ আছেন তালিকায়। বিশেষ করে তরুণ কোচরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোচিং করাচ্ছেন, তাদের মধ্যে আছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু ও জাতীয় দল ও শেখ রাসেলের সহকারী কোচ মাসুদ কায়সার। বিকেএসপিতে তরুণদের নিয়ে কাজ করা কোচরাও নাম নিবন্ধন করেছেন। দেশের বাইরে ফুটবল নিয়ে কাজ করছেন এমন আছেন তিনজন। খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়নশিপ, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগের খেলোয়াড়দের সংখ্যায় বেশি। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ ও রহমতগঞ্জের ডিফেন্ডার নাহিদুল ইসলাম।
কেন এই ক্লাস ?
মারুফুল হক বলেন, ‘ফুটবলের ফিটনেস নিয়ে আমাদের দেশের কোচ ও খেলোয়াড়দের (যারা ভালো পর্যায়ের কোচের অধীনে খেলার সুযোগ পায় না) স্বচ্ছ ধারণা নেই। তাই আধুনিক ফুটবলের ফিটনেস নিয়ে আমরা যতটুকু জেনেছি, বুঝেছি সেটাই সবার সঙ্গে বিনিময় করতে চাই। ’
কীভাবে হবে এই পাঠ দান ?
অনলাইনে জুমের মাধ্যমে লগ-ইন করে প্রবেশ করতে হবে ক্লাসে। বিনা মূল্যে জুমে ১০০ জনের জন্য ৪০ মিনিট আলোচনার করার সুযোগ আছে। এই অনুযায়ী তিন কোচের বক্তব্য ২০ মিনিট, বাকি ২০ মিনিট প্রশ্নোত্তর পর্ব। প্রথমে পরিকল্পনা ছিল এমনটাই। কিন্তু নিবন্ধনকারীদের আগ্রহের কথা চিন্তা করে জুমের একটি প্রিমিয়াম প্যাকেজ কেনার চিন্তা করছেন মারুফুল, ‘যেহেতু আগ্রহ বেশি, তাই প্রশ্নও আসবে অনেক। তাই একটি প্যাকেজ কেনার চিন্তা করছি এখন। তাহলে অনেক সময় নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে। ’