রিয়াল মাদ্রিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন রোনালদো। ব্রাজিলিয়ান কিংবদন্তির তাই আবার বুট জোড়া নিয়ে নেমে পড়ার খবরে উচ্ছ্বসিত হয়ে উঠতেই পারে রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। কোনো দাতব্য কাজ কিংবা প্রীতি ম্যাচের জন্য ক্ষণিকের জন্য মাঠে নামা নয়। রীতিমতো ব্যায়াম করে ওজন কমিয়ে ঝরঝরে হতে চাচ্ছেন রোনালদো। নতুন করে শর্টস আর বুট পরাকে গুরুত্ব দিয়েই দেখছেন তিনি। এতে রিয়ালেরও লাভ হচ্ছে। তবে সেটা মাদ্রিদ নয়, রিয়াল ভালাদোলিদের!
এ মৌসুমের শুরুতেই লা লিগার ক্লাব ভালাদোলিদের ৫১ শতাংশ মালিকানা কিনেছেন রোনালদো। সেপ্টেম্বরের শুরুতে ৩০ মিলিয়ন ইউরো দিয়ে ভালাদোলিদকে নিজের সম্পদের অংশ বানিয়ে হয়েছেন ক্লাবটির চেয়ারম্যান। দলবদলের মৌসুমে তাই ভালাদোলিদ ক্লাব খুব আশাবাদী হয়ে উঠেছিল। রোনালদোর সুবাদে রিয়ালের ব্রাজিলিয়ান নতুন রিক্রুট ভিনিসিয়ুস জুনিয়রকে যদি ধারে পাওয়া যায়! সে আশা অবশ্য বাস্তবের আলো দেখেনি। কিন্তু ক্লাব সমর্থকদের জন্য নতুন সুখবর দিয়েছেন রোনালদো। ক্লাবের ফুটবলারদের টেকনিক্যালি ভালো করার জন্য নিজেই মাঠে নামবেন কিংবদন্তি।
এ মৌসুমেই নতুন করে লা লিগায় উঠে এসেছে ভালাদোলিদ। লিগে এখনো কোনো জয় পায়নি দলটি। তবে সেল্টা ভিগোর মাঠ থেকে গতকালই ৩-৩ গোলে ড্র করে এসেছে দলটি। এ অবস্থায় দলকে আরেকটু সাহস জোগাতে চাচ্ছেন রোনালদো। এল নর্তে দে কাস্তিয়াকে রোনালদো বলেছেন, ‘আমি এখানে খেলতে আসছি না। আমার পক্ষে (শারীরিকভাবে) সেটা সম্ভব না। আমি অনুশীলন শুরু করব। চেষ্টা করব ফিট হতে যেন ছেলেদের সঙ্গে অনুশীলন করতে পারি। এতে টেকনিক্যাল দিকে একটু অবদান রাখতে পারব। এসব অবশ্যই কোচের অনুমতি নিয়েই করতে চাই।’
এর আগেও স্প্যানিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে এসেছে ভালাদোলিদ। কিন্তু কোনোবারই স্থায়ী হতে পারেনি তারা। রোনালদো তাই এ মৌসুমকে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন, ‘আমাদের বিশ্বের সেরা সুযোগ-সুবিধা নেই। কিন্তু আমাদের যা আছে, খেলোয়াড় ও একাডেমি এখান থেকেই সেরাটা কীভাবে বের করে আনে, সেটাই দেখার বিষয়।’