ভিনিসিয়ুস জুনিয়রের সেই ডামি দেখে রীতিমতো মাথায় হাত ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যখন বডি ডজে সিটি অধিনায়ক ফার্নান্দিনিওর দুই হাঁটুর ফাঁক গলে বল নিয়ে গেলেন, সাইডলাইনে দাঁড়ানো গার্দিওলা মাথায় হাত দিয়ে বসেই পড়েছেন।
কেভিন ডি ব্রুইনা, গাব্রিয়েল জেসুস, ফিল ফোডেন আর বের্নার্দো সিলভার গোল পেলেও কাল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালকে উড়িয়ে দিতে পারেনি সিটি। বেনজেমার জোড়া গোল আর ভিনিসিয়ুসের অসাধারণ গোলে ইতিহাদ স্টেডিয়ামে কাল রিয়াল শেষ পর্যন্ত হেরেছে ৪-৩ গোলে। আর বার্নাব্যুর দ্বিতীয় লেগের আগে এটাই ছোটখাটো একটা অস্বস্তি হয়ে দেখা দিচ্ছে সিটির জন্য। তিনটি গোল রিয়ালের জন্য বড় লাইফলাইনই।
ভিনিসিয়ুসের প্রথমার্ধটা তেমন ভালো যায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফার্নান্দিনিওকে বেশ ভালোই ভুগিয়েছেন। সিটি রক্ষণকেও। নিজের অর্ধ থেকে তাঁর কাছে যাওয়া একটা বলে তিনি যেভাবে ফার্নান্দিনিওকে বডি ডজ দিয়ে বলটা বের করে নিয়ে গেলেন, সেটি ছিল অবিশ্বাস্য। সেই বলটি নিয়ে এক প্রচেষ্টাতেই সিটির জালে বল ঠেলেন তিনি।
ফার্নান্দিনিও অবশ্য খেলেছেন অপরিচিত পজিশনে। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্দিনিও রাইটব্যাক পজিশনে চোটে পড়া জন স্টোনের জায়গায় খেলেছেন। সে কারণেই তাঁর মধ্যে একটু আড়ষ্টতা ছিল। সেই সুযোগটিই কাল নিয়েছেন ভিনিসিয়ুস।
ম্যাচের পর গার্দিওলা অবশ্য ফার্নান্দিনিওর দোষ দেখেননি, পুরো কৃতিত্বই তিনি দিয়েছেন ভিনিসিয়ুসকে, ‘আমি জানি ভিনিসিয়ুসকে ঠেকানো কতটা কঠিন। সে দুর্দান্ত একজন খেলোয়াড়। ফার্নান্দিনিও ওর পক্ষে যা সম্ভব, সবকিছুই করেছে। সে কারণেই ফার্নান্দিনিও আমার কাছে এত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
ভিনিসিয়ুসের কাছ থেকে এমন কিছু বার্নাব্যুর দ্বিতীয় লেগে খুব করেই চাইবেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।