ইন্টারনেটের সুবিধা এখানেই। প্রিয় তারকার সঙ্গে সশরীরে দেখা করা যাচ্ছে না তো কী হয়েছে? ইন্টারনেটে ‘সার্চ’ দিলেই কয়েক মাইক্রোসেকেন্ডের ব্যবধানে হাতের নাগালে এসে যাচ্ছে সেই তারকার খোঁজখবর। প্রিয় তারকা কী করছেন না করছেন, কী পরছেন, কোথায় খেতে যাচ্ছেন, কার সঙ্গে আছেন—সবকিছুই। আর সেই প্রিয় তারকাটি যদি ক্রিস্টিয়ানো রোনালদো হয়, তাহলে তো হয়েছেই।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোনালদোর কোটি কোটি ভক্ত প্রিয় পর্তুগিজ তারকার নাম সার্চ করেন ইন্টারনেটে। বাদ নেই ভারতও। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই রাষ্ট্রেও রোনালদো-ভক্ত আছেন অগুনতি। যারা প্রতিনিয়ত জানতে চান নিজের প্রিয় তারকার হাল-হকিকত। পছন্দের তারকার প্রতি ভক্তদের নিখাদ এই ভালোবাসারই ফায়দা লুটছে সাইবার অপরাধীরা, ডেকে আনছে বিপদ।
বিশ্বখ্যাত কম্পিউটার নিরাপত্তা সফটওয়্যার কোম্পানি ম্যাকাফি জানিয়েছে, ভারতে যেসব তারকাদের নাম অনলাইনে সার্চ করা হয় তাঁদের মধ্যে রোনালদোর নাম খুঁজতে গেলেই সবচেয়ে বেশি ক্ষতিকর লিংক সৃষ্টি হয়। এসব লিংকগুলো যে ডিভাইস বা যন্ত্রের সাহায্যে ক্লিক করা হয়, তাহলে অজান্তেই কিছু বিপজ্জনক মালওয়্যার ইনস্টল হয়ে যায় সেই ডিভাইসে। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত অনলাইন নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ফলে রোনালদোকে খুঁজতে গিয়ে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ার ঝুঁকিতে আছেন। গত বছর রোনালদো এই তালিকার দশ নম্বরে ছিলেন। এবার এক লাফে উঠে এসেছেন সবার আগে।
ম্যাকাফি ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ভেংকট কৃষ্ণপুর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এখন যেকোনো সময়ের চেয়ে বেশি মানুষ অনলাইনে সময় কাটায়, কেনাকাটা করে, বিভিন্ন জিনিস সার্চ দেয়। ফলে সাইবার অপরাধীরাও এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। মানুষের আগ্রহকে পুঁজি করে তাঁরা এসব ক্ষতিকর কাজ করে যাচ্ছে। মানুষজন অনেক সময় কোনো কিছু সন্দেহ না করে ফ্রি সিনেমা, টিভি অনুষ্ঠান, খেলা, প্রিয় তারকাদের ছবি ও ভিডিও দেখতে চায়। বিনা মূল্যে বিনোদন পেতে চায়। ফ্রি লিংক পাওয়ার আশায় অনেক সময় ক্ষতিকর লিংকে ক্লিক করে বসে। তাঁদের ডিভাইসে ক্ষতিকর মালওয়্যার ইনস্টল হয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই। ফলে অনলাইনে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। তাই ইন্টারনেট ব্যবহারকারীদের উচিত কোথাও ক্লিক করার আগে দুবার ভাবা।’
আর ভারতে রোনালদোর নাম ক্লিক করলেই এমন লিংক সৃষ্টি হচ্ছে সবচেয়ে বেশি। তালিকার বাকি স্থানগুলোতে আছেন সব বলিউড তারকারা। আছেন বেশ কয়েকজন সংগীতশিল্পীও। রোনালদোর পরেই আছেন যথাক্রমে বলিউড অভিনেত্রী টাবু (২য়), তাপসী পান্নু (৩য়), আনুশকা শর্মা (৪র্থ) ও সোনাক্ষী সিনহা (৫ম)। এর পরেই আছেন প্লেব্যাক তারকা আরমান মালিক (৬ষ্ঠ)। সারা আলি খান আছেন সপ্তম স্থানে। টিভি তারকা দিব্যাঙ্কা ত্রিপাঠী আছেন এর পরেই। তালিকায় শাহরুখ খানের অবস্থান বেশ পেছনের দিকে, তিনি আছেন নয়ে। দশম স্থানটা আরেক প্লেব্যাক তারকা অরিজিৎ সিংয়ের।