আজ একাদশে ঢুকছেন সাদ?
আজ একাদশে ঢুকছেন সাদ?

ভারতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ?

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একাদশে থাকলেও মাঠে নিষ্প্রভ ছিলেন জুয়েল রানা। জাতীয় দলে ফিরে এসে কোনো দাগই কাটতে পারেনি আবাহনীর এই রাইট উইঙ্গার। ফলে দ্বিতীয়ার্ধে তাঁকে তুলে নিয়ে কোচ অস্কার ব্রুজোন মাঠে পাঠান ফরোয়ার্ড সাদউদ্দিনকে। সাদ নামার পরই সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের আক্রমণে গতি আসে। ৫৬ মিনিটে তপু বর্মণের পেনাল্টি গোলে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: আনিসুর, তপু বর্মণ, তারিক কাজী, ইয়াছিন আরাফাত, বিশ্বনাথ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, ইব্রাহিম, রাকিব, সাদ, মতিন

আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অনুমিতভাবেই সাদ একাদশে আছেন বলে জানা গেছে। দলীয় সূত্রের খবর, সাদকে রেখেই ভারতের বিপক্ষে একাদশ সাজিয়েছেন কোচ। এ ছাড়া স্ট্রাইকার সুমন রেজার বদলে একাদশে রাখা হয়েছে মতিন মিয়াকে। সুমন প্রথম ম্যাচ আক্রমণভাগে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। সুমনের চেয়ে মতিন প্রতিপক্ষ বক্সে তুলনামূলক বেশি কার্যকর হতে পারেন।

ভারতের বিপক্ষে খেলবেন মতিন মিয়া?

বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় তালিকা জমা দেবে ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে। নতুন কোনো সিদ্ধান্ত না হলে সাদ ও মতিন একাদশে থাকছেন বলেই দলীয় সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্রের দাবি, জুয়েল ও সুমনের একাদশে থাকার সম্ভাবনা নেই।

আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালের জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতকে ১৮ বছর আগে সর্বশেষ হারিয়েছিল বাংলাদেশ। দীর্ঘদিনের জয়খরা দূর করতে জামাল ভূঁইয়ারা আজ মরিয়া। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওঠার দৌড়েও এই ম্যাচে জয় দরকার বাংলাদেশের। তবে তিন পয়েন্ট সম্ভব না হলেও অন্তত ড্র চান কোচ ব্রুজোন।