>বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোতে সার্বিয়ার বিপক্ষে আজ গ্রুপের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে সেলেসাওরা। কেমন হতে যাচ্ছে আজ তিতের একাদশ?
গতকাল রাতে হৃৎকম্পন তুলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে আর্জেন্টিনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আজ পারবে তো নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে? পরবর্তী রাউন্ডে খেলার জন্য আর্জেন্টিনার মতো ব্রাজিলের অত চাপ নেই। সার্বিয়ার বিপক্ষে আজ জিতলে তো সোনায় সোহাগা, ড্র হলেও শেষ ষোলো নিশ্চিত নেইমারদের।
তো আজ সেলেসাও কোচ তিতের একাদশে থাকতে যাচ্ছেন কারা?
এই উত্তর দেওয়ার আগে একটি কথা বলা যায়, আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির মতো ব্রাজিল কোচ তিতে একাদশ গঠনে অস্থিতিশীল নন। সাম্পাওলি যেখানে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পরে কোনো ম্যাচেই আগের ম্যাচে খেলা একাদশ ঠিক রাখতে পারেননি। তিতে সেখানে উল্টো। দলের মধ্যে খুব বেশি টালমাটাল অবস্থা না দেখা গেলে একাদশে হাত দেন না ‘দ্য প্রফেসর’। আজ যেমন কোস্টারিকার বিপক্ষে খেলা একাদশটাই পাঠাবেন মাঠে। অর্থাৎ একাদশে কোনো পরিবর্তন নেই।
প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিল-সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। অবশ্য দ্বিতীয় ম্যাচেই কোস্টারিকাকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের হেক্সা মিশনের উপস্থিতি জানান দিয়েছেন নেইমার, কুতিনহোরা। কিন্তু সেই জয়েও তো বিশ্বকাপে টিকে থাকা নিশ্চিত হয়নি। আজ কেবল এক পয়েন্ট পেলেই শেষ ষোলো নিশ্চিত হবে ব্রাজিলের।
কোস্টারিকার বিপক্ষে আগের ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে খেলিয়েছিলেন তিতে। সার্বিয়ানদের বিপক্ষে রণকৌশলটা থাকছে এটাই।
সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: আলিসন
রক্ষণভাগ: থিয়াগো সিলভা, জোয়াও মিরান্দা, মার্সেলো ও ফাগনার
মাঝমাঠ: কাসেমিরো, কুতিনহো ও পাওলিনহো
আক্রমণভাগ: নেইমার, জেসুস ও উইলিয়ান