>রোস্তভে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, এই ম্যাচে ব্রাজিলের একাদশ ফাঁস করেছেন জেসুসের বন্ধু
কে থাকবেন, কে থাকবেন না—প্রিয় দল মাঠে নামার আগে এই সমীকরণ খেলা করে ভক্তদের মনে। বিশ্বকাপ এলে তো কথাই নেই। মাঠে নামার আগে একাদশ ফাঁসের খবরে হুল্লোড় পড়ে যায়। বিশ্বকাপে ব্রাজিল দল আজ মাঠে নামার আগেও ঠিক এমনটা ঘটেছে। ফাঁস হয়েছে তিতের প্রথম একাদশ। আর এই একাদশ একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। কারণ, একাদশটা ইনস্টাগ্রামে ফাঁস করেছেন ব্রাজিল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের এক বন্ধু।
রোস্তভে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ দিয়ে ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) অভিযান শুরু করবেন ব্রাজিল কোচ তিতে। সুইজারল্যান্ড ম্যাচের প্রস্তুতি হিসেবেই ব্রাজিলের সর্বশেষ অনুশীলনে সংবাদকর্মীদের মাত্র ১৫ মিনিট থাকার সুযোগ দিয়েছিলেন ব্রাজিলের এই কোচ। পাছে ব্রাজিলের একাদশ ফাঁস হয়ে যায়—সেই ভয়েই সংবাদকর্মীদের বেশিক্ষণ থাকতে দেননি তিতে। যদিও খেলোয়াড়দের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের থাকার অনুমতি ছিল।
জেসুসের সেই বন্ধু এই সুযোগটা লুফে নিয়েছেন। ব্রাজিলের সেই অনুশীলনে একসঙ্গে খেলেছেন নেইমার, ফিলিপে কুতিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসুস, পাওলিনহো, মার্সেলো ছাড়াও ছিলেন আরও কজন খেলোয়াড়। মানে, অস্ট্রিয়ার বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে তিতে যে একাদশ খেলিয়েছেন, সেটাই পরখ করে দেখছিলেন। জেসুসের বন্ধু সেই অনুশীলনের ভিডিও ইনস্টাগ্রামে ছাড়ার পরই শোরগোল পড়ে যায়।
সংবাদকর্মীরা ধরে নিয়েছেন, অস্ট্রিয়ার বিপক্ষে তিতে যে একাদশ খেলিয়েছেন, সুইসদের বিপক্ষে তা অপরিবর্তিত থাকবে। সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, ইনস্টাগ্রামে ভিডিওটা আপলোডের কিছুক্ষণ পরই তা সরিয়ে ফেলা হয়েছে। কোনো কারণ না থাকলে এমনিতেই তো আর ভিডিওটা সরিয়ে ফেলা হয়নি! সে যা-ই হোক, অস্ট্রিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম একাদশে ছিলেন অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো, কাসেমিরো, পাওলিনহো, কুতিনহো, উইলিয়ান, নেইমার ও জেসুস।