রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক আসেনসিও, বেনজেমা ও ভিনিসিয়ুস
রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক আসেনসিও, বেনজেমা ও ভিনিসিয়ুস

লা লিগা

বেনজেমা-ভিনিসিয়ুসদের আলোয় উজ্জ্বল রিয়াল

রিয়াল মাদ্রিদ ৩: ০ আলাভেস

দুটি গোল করানোর পর হয়তো করিম বেনজেমার মনে হলো, এবার আমারও একটা গোল করা উচিত। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার গোল পেলেন একেবারে যোগ হওয়া সময়ে। এর আগে ভিনিসিয়ুস জুনিয়র ও মার্কো আসেনসিওর গোল মিলিয়ে আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচটা রিয়াল জিতল ৩-০ ব্যবধানে।

ম্যাচ শেষের ব্যবধানটা দেখে যতটা ভালো মনে হচ্ছে, প্রথমার্ধে আসলে ততটা ভালো খেলতে পারেনি রিয়াল মাদ্রিদ। গোলের সুযোগ দুয়েকটা তৈরি করেছেন ভিনিসিয়ুস ও বেনজেমারা। কিন্তু সেগুলোতে ঠিক ধার ছিল না। বরং বিরতির আগে রিয়ালকে কিছুটা মলিনই লেগেছে।

রিয়ালের জয় উদযাপন

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য শুরু থেকেই ছন্দময় এক রিয়াল মাদ্রিদের দেখা মেলে। প্রতিপক্ষ স্বরূপে ফেরায় খেই হারিয়ে ফেলে আলাভেসও। বেশ কয়েকটা আক্রমনের পর প্রথম গোলটা আসে ম্যাচের ৬৩ মিনিটে। করিম বেনজেমার পাস থেকে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ এক শটে রিয়ালকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড।

৭৬ মিনিটে বেনজেমা নিজেও পেতে পারতেন গোল। কিন্তু ভিনিসিয়ুসের পাস থেকে নেওয়া তাঁর শট ফিরে আসে পোস্টে লেগে। চার মিনিট পর বেনজেমা নিজেই একই রকম একটা পাস দেন ভিনিসিয়ুসকে। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটায় ম্লান হয়ে থাকা ভিনিসিয়ুস এই সুযোগটা আর নষ্ট করেননি। বেশ দেখেশুনে নেওয়া শটে ২-০ করে দেন।

বেনজেমার গোল উদযাপন

ম্যাচ যখন প্রায় শেষ হয় হয়, সেই সময়ে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। সতীর্থদের দিয়ে দুটি গোল করানো বেনজেমা নিজের গোলের আক্ষেপ পূরণ করেন স্পট কিক থেকে। এ মৌসুমে লিগে রিয়ালের ২৭ গোলে বেনজেমার অবদান। ১৮টা নিজে করেছেন, ৯টা করিয়েছেন।

এ জয়ে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে যথারীতি লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।