বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিলের বিপক্ষে কদিন আগেই ম্যাচ খেলেছে জার্মানি। সে ম্যাচেও মাঠে ছিলেন সান্ড্রো ভাগনার। রাশিয়ায় গত বছর হয়ে যাওয়া কনফেডারেশন কাপ জয়ী জার্মান দলেও ছিলেন এই দীর্ঘদেহী ফরোয়ার্ড। কিন্তু বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে ডাকা ২৭ জনের দলেও জায়গা হলো না তাঁর! এমন হতাশা লুকাতে পারেননি ভাগনার। বিশ্বকাপে যেতে না পেরে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নিয়ে নিলেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড।
গত বছর কনফেডারেশন কাপের আগেই আন্তর্জাতিক অভিষেক। জার্মানির ৮ ম্যাচে ৫ গোল করেছেন। বুন্দেসলিগায় ২৬ ম্যাচে ১২ গোল করেছেন। তবু বিশ্বকাপে ডাক না পেয়ে হতাশ ভাগনার, ‘যদি বলি হতাশ নই, তবে মিথ্যা বলা হবে। বিশ্বকাপে যেতে পারলে ভালো লাগত। অন্তত আমার শিশুরা খুব খুশি হবে যে আমি এ গ্রীষ্মে ওদের সঙ্গে অনেক সময় কাটাব।’
এর পর বোমা ফাটিয়েছেন ভাগনার, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, আমি যেমন-সব সময় সৎ, খোলামেলা ও সরাসরি কথা বলা—এটা কোচিং দলের সঙ্গে যায় না।’
জার্মান কোচ জোয়াকিম লো অবশ্য দল ঘোষণার পরই নিজের দায়বদ্ধতার কথা জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জাতীয় দলের কোচ হিসেবে আমার কাজই হলো স্বপ্ন ভাঙা ও কঠিন সিদ্ধান্ত নেওয়া। তবে কখনোই কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়, দলের ভালোর জন্য।’
ভাগনারকে না নেওয়ার পেছনে যে যুক্তিটা দিয়েছেন লো সেটা অবশ্য বিশ্বের সব কোচই দেবেন। ভাগনার দারুণ খেলোয়াড় হলেও দলের প্রয়োজন ছিল অন্য ধরনের খেলোয়াড়, ‘আমাদের সঙ্গে যখনই ছিল সান্দ্রো তার জাত চিনিয়েছে। সে সর্বোচ্চ নিবেদন দিয়ে খেলেছে। তার চরিত্র অসাধারণ। শেষ পর্যন্ত কিছু খুঁটিনাটি ব্যাপারই সিদ্ধান্ত নেওয়ায় প্রভাব ফেলেছে।’