বিশ্বকাপ আমেজে ব্যবসা

আর মাত্র কয়েক ঘণ্টা পরে শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’—বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ নিয়ে আয়োজক দেশ রাশিয়া যেমন প্রস্তুতির কমতি রাখেনি, তেমনি বাংলাদেশ খেলায় অংশগ্রহণ না করেও চলছে বিশ্বকাপ ঘিরে হরেক রকম আয়োজন। যেমন আছে সমর্থকদের উন্মাদনা, তেমনি আছে বিশ্বকাপ ঘিরে বাণিজ্যও। রাজধানীর বিভিন্ন জায়গায় বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া নানা রকম পণ্য আর খেলার আমেজে চলছে ব্যবসা।

রাজধানীর ধানমন্ডিতে ‘গেম ইন’ নামের একটি ক্যাফেতে বিশ্বকাপ উপলক্ষে খেলোয়াড়দের গ্রাফিতি আঁকা হয়েছে। এখানে প্রজেক্টরে লাইভ খেলা দেখার সুযোগও আছে। ধানমন্ডি, ঢাকা। ছবি: দীপু মালাকার
রাজধানীর ধানমন্ডিতে ‘গেম ইন’ নামের একটি ক্যাফেতে বিশ্বকাপ উপলক্ষে খেলোয়াড়দের গ্রাফিতি আঁকা হয়েছে। এখানে প্রজেক্টরে লাইভ খেলা দেখার সুযোগও আছে। ধানমন্ডি, ঢাকা। ছবি: দীপু মালাকার
ফুটবল বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার পাশাপাশি অন্যান্য দলের সমর্থকদের সংখ্যাও কম নয়। পর্তুগালের সমর্থকদের জন্য দেশটির পতাকা দিয়ে ব্যানার বানাচ্ছেন এক শিল্পী। কৈলাস ঘোষ লেন, পুরান ঢাকা। ছবি: দীপু মালাকার
রাজধানীর নিউ সুপার মার্কেটে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে প্রায় সব দেশেরই ‘হোম’ কিংবা ‘এওয়ে’র জার্সি। যেখানে সারা দিনই সব বয়সী মানুষের ভিড় চোখে পড়ে। ছবি: দীপু মালাকার
চার বছর পরপর বিশ্বকাপ এলেই পাড়া-মহল্লায় শিশু-কিশোরদের ফুটবল খেলাও বাড়ে। পুরান ঢাকার এই খুচরা ফুটবল বিক্রেতারা ব্যস্ত তার এক খুদে ক্রেতার সঙ্গে। চকবাজার, ঢাকা। ছবি: দীপু মালাকার
বিশ্বকাপের আমেজে নানান পণ্যের সমাবেশ বসেছে রাজধানীর নিউমার্কেটে। জার্সি থেকে শুরু করে মানিব্যাগ, হাতের ব্যান্ড, এমনকি চশমাও পাওয়া যাবে আপনার প্রিয় দলের পতাকায়। মানিব্যাগ পাওয়া যাবে ২৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। ছবি: দীপু মালাকার
আপনার প্রিয় দলের হাতের ব্যান্ড পাবেন ৩০ থেকে ৫০ টাকায়। ছবি: দীপু মালাকার
আরও আছে বাচ্চাদের জন্য ব্রাজিল আর্জেন্টিনার চশমাও। দাম নেবে ১০০ থেকে ১৫০ টাকা। ছবি: দীপু মালাকার