বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া প্রত্যেক খেলোয়াড়ের জন্য স্বপ্ন। বিশ্বকাপের মাঠে কে না নামতে চান। কিন্তু বিশ্বকাপের মাঠে নামতে বলার পরেও না নামায় দল থেকে বাদ দেওয়া হয়েছে ক্রোয়েশিয়ার খেলোয়াড় নিকোলা কালিনিচকে।
গ্রুপ ‘ডি’ তে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। সেই ম্যাচের ৮৫তম মিনিটে কোচ জ্লাতকো দালিচ কালিনিচকে বলেন মাঠে নামতে। কিন্তু এসি মিলান তারকা মাঠে নামতে অস্বীকৃতি জানান। তিনি দাবি করেন, তাঁর পিঠে এখনো কিছুটা সমস্যা আছে, তাই তিনি নামবেন না। তখন মাঠে না নেমে বেঞ্চে বসে থাকেন। পরে তাঁর বদলে মার্কো পিয়াৎসাকে নামানো হয়। কালিনিচ মাঠে না নামার কারণেই কোচ তাঁর ওপর কিছুটা ক্ষিপ্ত।
ম্যাচ শেষে ক্রোয়েশিয়ান মিডিয়াকে কোচ বলেছেন, ‘আমরা ম্যাচটি শেষ করেছি কোনো চোট ছাড়া, কিন্তু কিছু সমস্যা নিয়ে।’ ক্রোয়েশিয়ান মিডিয়ার মতে এটাই (কালিনিচের মাঠে না নামা) সে সমস্যা। শেষ পর্যন্ত সমস্যার সমাধানও হয়েছে। আজ সকালে কালিনিচকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে পিঠের চোটের কথাই বলা হচ্ছে।