>রাশিয়া বিশ্বকাপে চার ফেবারিট দল বেছে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও স্পেন বিশ্বকাপ জয়ের সম্ভাব্য দাবিদার বলে মনে করছেন রাশিয়া প্রেসিডেন্ট
বিশ্বকাপের ১০০ দিন বাকি থাকতে ফিফার এক প্রচারমূলক ভিডিওতে অংশ নিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের ফুটবল দক্ষতা তখন ভালোই দেখা গেছে। পুতিন ফুটবলের খোঁজখবরও যে ভালোই রাখেন, তা বোঝা গেল বিশ্বকাপে তাঁর চার ফেবারিট দলের নাম দেখে।
চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বেছে নিয়েছেন তাঁর চার ফেবারিট দল—আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও স্পেন। এর ব্যাখ্যায় পুতিন বলেন, ‘এটা কঠিন প্রশ্ন (কে জিতবে বিশ্বকাপ?) বেশ কিছু প্রতিদ্বন্দ্বী দল আছে। লাতিন আমেরিকা থেকে যেমন ব্রাজিল ও আর্জেন্টিনা। আগের বিশ্বকাপে জার্মানি খুব ভালো করেছে এবং স্পেনও সুন্দর ফুটবল খেলে থাকে। আরও কিছু প্রতিদ্বন্দ্বী দলও আছে কিন্তু জিতবে সেরা দলটাই।’
বিশ্বকাপের আগে পুতিনকে কিন্তু নানা চাপ সইতে হচ্ছে। সিরিয়া যুদ্ধ নিয়ে বিতর্ক তো রয়েছেই, সঙ্গে যোগ হয়েছে ইংল্যান্ডে বিষপ্রয়োগে সাবেক এক রাশিয়ান গোয়েন্দাকে হত্যার অভিযোগ। এসব মোকাবিলা করেই এগিয়ে যেতে হচ্ছে বিশ্বকাপের আয়োজক দেশটির প্রেসিডেন্টকে। রাশিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু ভালো নয়। সর্বশেষ সাত ম্যাচে তাঁরা জয় পায়নি। কিন্তু পুতিন আশাবাদী, ‘দুঃখজনকভাবে আমাদের দল সাম্প্রতিক সময়ে ভালো করতে পারেনি। কিন্তু আমরা সবাই রাশিয়াকে নিয়ে আশাবাদী। বিশ্বকাপে দল সুন্দর ও আধুনিক ফুটবল খেলবে।’