>রাশিয়া বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর থেকে। এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে ফিফা টিকিট বিক্রি করেছে ২৪ লাখ। ম্যাচের টিকিট কেনার দিক থেকে শীর্ষ ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে ফিফা।
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ায় বসছে গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চায়ন। বিশাল এই ক্রীড়াযজ্ঞ মাঠে বসে দেখার যাঁরা সুযোগ পাবেন, নিজেদের তাঁরা ভাগ্যবান ভাবতেই পারেন। এই ভাগ্যবানের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, এ পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে ফিফা টিকিট বিক্রি করেছে ২৪ লাখ।
১৪ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধন হবে রাশিয়া বিশ্বকাপ। স্বাগতিক দেশ খেলবে সৌদি আরবের বিপক্ষে। মোট ১১টি শহরে অনুষ্ঠিত হবে ৬৪টি ম্যাচ। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে মস্কো আসা শুরু করেছে দলগুলো। আগের টুর্নামেন্টের মতো এবারও অংশ নিচ্ছি ৩২টি দল।
রাশিয়া বিশ্বকাপের টিকেট বিক্রি শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বর থেকে। ম্যাচের টিকিট কেনার দিক থেকে শীর্ষ ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে ফিফা। রুশদের ঘরের মাঠে বিশ্বকাপ ফুটবল, ম্যাচের টিকিট কেনার দিক থেকে তাই রুশ দর্শক-সমর্থকেরাই অন্যদের থেকে এগিয়ে আছেন।
ফিফার ওয়েবসাইট থেকে জানা যায়, এখন পর্যন্ত রুশরা কিনেছেন ৮ লাখ ৭১ হাজার ৭৯৭ টিকিট। রাশিয়ার ঠিক পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিনরা কিনেছেন ৮৮ হাজার ৮২৫ টিকিট। এরপর রয়েছে ব্রাজিল, ৭২ হাজার ৫১২। কলম্বিয়ার দর্শকেরা কিনেছেন ৬৫ হাজার ২৩৪, জার্মানি ৬২ হাজার ৫৪১, মেক্সিকো ৬০ হাজার ৩০২, আর্জেন্টিনা ৫৪ হাজার ৩১, পেরু ৪৩ হাজার ৫৮৩, চীন ৪০ হাজার ২৫১, অস্ট্রেলিয়া ৩৬ হাজার ৩৫৯ ও যুক্তরাজ্য ৩২ হাজার ৩৬২।
ফুটবল বিশ্বকাপে টিকিট বিক্রি নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সোমবার মস্কোয় অনুষ্ঠিত হওয়া পঞ্চম কনফেডারেশন সম্মেলনের নির্বাহী কমিটির সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
রুশ গণমাধ্যমকে ইনফান্তিনো বলেন, ‘আমি অধীর আগ্রহ নিয়ে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের শুরুর দিনটির জন্য অপেক্ষা করছি। বিশ্বকাপের সব ধরনের প্রস্তুতি শেষ। ম্যাচের টিকিট বিক্রি ভালো হচ্ছে, যা রাশিয়া বিশ্বকাপ নিয়ে দর্শক-সমর্থকদের যে অনেক বেশি আগ্রহ রয়েছে, সেই বার্তাই আমরা পাচ্ছি।’
এদিকে ফিফার ওয়েবসাইটে দেওয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা ইতারতাস জানায়, সব মিলিয়ে বিশ্বকাপে ২৪ লাখ টিকিট বিক্রি হয়েছে। শনিবার ফিফার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার রাতে অন্তত ১ লাখ ২০ হাজার বাড়তি টিকিট ফিফার ওয়েবসাইটে দেওয়া হলে তা কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়! আগামী ১৫ জুলাই পর্যন্ত ফিফার ওয়েবসাইট থেকে টিকিট কেনার সুযোগ থাকছে।