কোমানই থাকবেন বার্সেলোনার ডাগআউটে
কোমানই থাকবেন বার্সেলোনার ডাগআউটে

জানিয়ে দিলেন লাপোর্তা

বার্সেলোনার কোচ কোমানই থাকবেন

মাঠের খেলায় একের পর এক ব্যর্থতা সহ্য করতে হচ্ছে বার্সেলোনাকে। লা লিগায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে তারা। লিগে কোনোরকমে পয়েন্ট তালিকায় একটা অবস্থান ধরে রাখলেও চ্যাম্পিয়নস লিগে অবস্থাটা খুবই শোচনীয়। বায়ার্ন ও বেনফিকার সঙ্গে প্রথম দুই ম্যাচেই ৬ গোল খেয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গেছে কাতালানরা।

এমন শোচনীয় পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবে প্রতিমুহূর্তেই চাপ বাড়ছে কোচ রোনাল্ড কোমানের ওপর। অনেকের মতে, বার্সেলোনায় কোমান যে খুব বেশি দিন থাকতে পারছেন না, এটা প্রায় নিশ্চিত। এর মধ্যেই সংবাদমাধ্যমে তুমুলভাবে আলোচিত হচ্ছে কোমানের বিকল্প কোচের কথা। এরই মধ্যে দুই কাতালান জাভি হার্নান্দেজ ও রবার্তো মার্তিনেজের নামও উঠে এসেছে। তবে বার্সেলোনার ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা দাঁড়াচ্ছেন কোমানের পাশে। কোমানকে বিদায় না করে এই ডাচ্‌ কোচকে আরও সময় দিতে চান লাপোর্তা।

লাপোর্তা আস্থা রাখছেন কোমানে

বাতাসে গুঞ্জন, আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পরই ভাগ্য নির্ধারিত হবে কোমানের। চ্যাম্পিয়নস লিগে টানা ব্যর্থতার পর আজ আতলেতিকোর বিপক্ষে হেরে গেলে বিপাকে পড়ে যাবে বার্সেলোনা। এমনিতেই দুজনের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত চলছে। এর মধ্যে এমন ফল দেখলে কোচের চাকরি নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

কিন্তু আজ ম্যাচের আগে কোমানকে আশ্বস্ত করেছেন বার্সেলোনা সভাপতি, ‘বার্সেলোনার কোচ হিসেবে কোমান তাঁর দায়িত্ব চালিয়ে যাবেন। কোচ হিসেবে তাঁর ওপর আত্মবিশ্বাস রাখাটা প্রাপ্য। কোমান একজন কুল (বার্সেলোনার ঘরের লোক) এবং বার্সেলোনার অংশ। তাঁর সঙ্গে কথা বলেছি এবং আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। যেভাবে কঠিন সময়ে বার্সাকে নেতৃত্ব দিচ্ছেন, এটি প্রশংসনীয়।’

আতলেতিকোর বিপক্ষে হারলেও সমস্যা নেই কোমানের

চোটের কারণে কোমান পূর্ণ শক্তির দল পাচ্ছেন না। সের্হিও আগুয়েরো ও উসমান দেম্বেলে নেই। চোট কাটিয়ে মাত্রই ফিরেছেন আনসু ফাতি। তাঁরা ফিরলে দলের চেহারা বদলে যাবে বলে মনে করেন বার্সা সভাপতি। সে জন্য কোমানকে সময় দেওয়া উচিত বলে মনে করেন লাপোর্তা, ‘যখন আমাদের খেলোয়াড়েরা চোট কাটিয়ে সুস্থ হয়ে ফিরবে, তখন দলের ধার বাড়বে। কোমান নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন। কিন্তু এখন তিনি আবার উৎসাহ ফিরে পেয়েছেন। আমাদের চোটাক্রান্ত খেলোয়াড়েরা সুস্থ হতে শুরু করেছে। কিছু সময় ও আত্মবিশ্বাস তাঁর প্রাপ্য।’

সভাপতির আস্থায় আত্মবিশ্বাস ফিরে পাবেন কোমান?

গণমাধ্যমে দুজনের কথাবার্তা শুনে মনে হতেই পারে, কোমান ও লাপোর্তার সম্পর্ক ভালো যাচ্ছে না। সেটি উড়িয়ে দিয়েছেন লাপোর্তা, ‘এটা বলা হয়েছে যে আমাদের মধ্যে শীতল সম্পর্ক। এটা সত্য নয়। আমাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। তিনি একজন ভালো মানুষ এবং আমি বিশ্বাস করি, আমাকেও তেমন ভাবেন তিনি। আমরা সবাই ভালো কিছু করার চেষ্টা করছি।’