জাতীয় দলে খেলা তো দূরের কথা, এখনো পেশাদার ফুটবলেই পা পড়েনি ব্রাজিলিয়ান ফুটবলার এন্দরিক সৌসার। পড়বেই বা কী করে! তার বয়স মাত্র ১৫। কিন্তু সে ফুটবলারকে ধরে রাখার জন্য কত কিছুই না করতে হচ্ছে ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাসকে।
ইউরোপের অনেক বড় ক্লাবের চোখ পড়েছে এন্দরিকের ওপর। তাই ক্লাবের পক্ষ থেকে তাঁর ‘রিলিজ ক্লজ’ বেঁধে দেওয়া হয়েছে ১০ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৯৫৯ কোটি টাকার বেশি! বিষয়টি জানিয়েছে দক্ষিণ আমেরিকার সংবাদমাধ্যম লান্স।
পালমেইরাস ক্লাবের যুব দলের হয়ে খেলছে ফরোয়ার্ড এন্দরিক। ব্রাজিলের কিশোর খেলোয়াড়দের মেলে ধরার জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে ধরা হয় সাও পাওলোর কোপিনিয়াকে। যেখানে তরুণ প্রতিভা খোঁজার উদ্দেশ্য নিয়ে আসেন ইউরোপিয়ান ক্লাবের স্কাউটরা। সে টুর্নামেন্টে এবার দুর্দান্ত খেলেছে এন্দরিক।
বাঁ পায়ের এই ফরোয়ার্ড গোল করেছে ৬টি। এর মধ্যে বাইসাইকেল কিকে করা একটি গোল তো ছিল দুর্দান্ত। পেনাল্টি বক্সের ঠিক সামনে থেকে করা গোলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
আগামী ২১ জুলাই ১৬ বছরে পা রাখবে এন্দরিক। তার আগে তার সঙ্গে পেশাদার চুক্তি করতে পারবে না পালমেইরাস। তবে এরই মধ্যে ২১ জুলাই ঘিরে অন্য ধরনের পরিকল্পনা করে রেখেছে ক্লাবটি। পরিকল্পনা এন্দরিকের চুক্তি নিয়ে।
ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের সামনে এন্দরিককে খুব বেশি দিন ধরে রাখা যে সম্ভব হবে না, সেটি ভালোই বুঝতে পারছে পালমেইরাস। কিন্তু ছাড়তে যখন হবেই, তাহলে চড়া দামে কেন নয়! সে কারণেই ইউরোপের ক্লাবগুলোর সঙ্গে দলবদলের আলোচনায় যাতে একটা শক্ত ভিত পায়, সে লক্ষ্যে এন্দরিকের চুক্তিতে ‘রিলিজ ক্লজ’ (পালমেইরাসের ইচ্ছার বাইরে এন্দরিককে কিনতে হলে অন্য ক্লাবকে যে অর্থ খরচ করতে হবে) ১০ কোটি ইউরো রাখার পরিকল্পনা আঁটছে পালমেইরাস।
সবকিছু পরিকল্পনামতো এগোলে শেষ পর্যন্ত এর চেয়ে অনেক কম দামে ঠিকই রিয়াল-বার্সার মতো কোনো ক্লাবের কাছে এন্দরিককে বিক্রি করবে পালমেইরাস, কিন্তু তার আগে নিজেদের যুব প্রকল্পের অমূল্য রত্নের দলবদলের আলোচনায় নিজেদের শক্তি বাড়িয়ে রাখা আর কী! দক্ষিণ আমেরিকার গণমাধ্যম লেনসে লিখেছে, ‘ইউরোপের বাজারে তরুণ এই খেলোয়াড়কে হারানোর ভয়ে ১০০ মিলিয়ন ইউরোর শর্ত রাখা হয়েছে।’
এন্দরিকে পেতে চায় ইউরোপের অনেক নামীদামি ক্লাব। দৌড়ে সবার আগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের নামই শোনা যায়। ১৫ বছর বয়সী ব্রাজিলিয়ানের ওপর চোখ রাখছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো বড় দলগুলোও। তবে ১৮ বছর বয়সের আগে তাকে দলে নিতে পারবে না তারা।
১৬ বছর বয়স হলে চুক্তি সেরে রাখতে কোনো বাধা নেই, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে খেলোয়াড়ের দেশ ছাড়ায় বাধা আছে। এর আগে একইভাবে ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগো গোয়েসকে দলে টেনেছিল রিয়াল মাদ্রিদ।