কী দিন এল বার্সেলোনায়!
ইতিহাসের সেরা খেলোয়াড় বিদায় নিয়েছেন দল থেকে, নতুন যাদের আনা হয়েছে তাঁদের নিবন্ধন করাতে গিয়েও কত কীর্তি! নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে গিয়ে যেন বেতন সীমা লঙ্ঘন না হয়, সেটা নিশ্চিত করতে শেষ মুহূর্তে অধিনায়ক জেরার্দ পিকেকে বুঝিয়ে-সুজিয়ে রাজি করিয়েছে বার্সা। নিজের বেতন কমিয়ে অর্ধেক করেছেন তিনি। পিকে বেতন কমানোয় যে টাকাটা বেঁচে যাচ্ছে, সেটি দিয়েই মেম্ফিস ডিপাই, এরিক গার্সিয়া ও রে মানাজদের নিবন্ধন করেছে বার্সেলোনা। ফলে ঝামেলা আপাতত মিটেছে।
কিন্তু তা-ই বলে আর্থিক দিক দিয়ে বার্সেলোনায় স্বস্তি ফিরেছে, এটা কিন্তু বলা যাচ্ছে না মোটেও। এখনো অনেক দূর যেতে হবে ক্লাবকে। বাড়তি বেতনের বিল কমাতে হবে আরও। সে লক্ষ্যে পিকের পর অন্য তিন অধিনায়কও অর্থাৎ, বুসকেতস, রবার্তো আর আলবাও বেতন কমাতে রাজি হয়েছেন।
গত রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচ শেষে সাংবাদিকদের এই ইঙ্গিতই দিয়েছেন পিকে। অর্থাৎ শুধু পিকেই নন, বেতন কমাতে রাজি হয়েছেন ক্লাবের অন্য অধিনায়ক সের্হিও বুসকেতস, সের্হি রবের্তো ও জর্দি আলবাও। মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে এই ব্যাপার জানিয়েছেন পিকে, ‘ক্লাবের আর্থিক অবস্থা উন্নয়নে আমাকে বেতন কমাতে হতো, তাই কমিয়েছি। শুধু আমিই না, ক্লাবের অন্যান্য অধিনায়কদেরও অনুরোধ করা হয়েছে বেতন কমানোর জন্য। আমি জানি তাঁরাও বেতন কমাবেন। শুধুই সময়ের অপেক্ষা।’
প্রতি মৌসুমের শুরুতেই বার্সা আনুষ্ঠানিকভাবে চার অধিনায়কের নাম ঘোষণা করে। মূল অধিনায়ক না থাকলে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থজনকে অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়। পিকে, বুসকেতস, রবের্তোর পাশাপাশি গত মৌসুমে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মেসি। এখন সে জায়গায় এসেছেন আলবা। ক্লাবের জন্য এখন অধিনায়কদেরই এগিয়ে আসতে হচ্ছে।
তবে ক্লাবের কল্যাণে কাজে আসতে পেরে পিকে গর্ব অনুভব করছেন বলেই জানিয়েছেন, ‘আমাকে এই পদক্ষেপ শুরুতে নিতে হয়েছে কারণ আমি না বেতন কমালে নতুন কয়েকজনকে নিবন্ধন করানো যেত না। আমাদের এটা একটা পরিবার। আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের সব অধিনায়কের প্রথম থেকেই ইচ্ছে, যে কোনো পরিস্থিতে ক্লাবের পাশে দাঁড়াব। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা, আর আমরা এমন সিদ্ধান্ত নিতে পেরে গর্বিত।’
তবে ম্যাচের আগে গুঞ্জন উঠেছিল, আলবা হয়তো বেতন না-ও কমাতে পারেন। ফলে ম্যাচে খেলতে গিয়ে দর্শকদের দুয়োও শুনেছেন এই স্প্যানিশ লেফটব্যাক। তবে পিকে সাফ জানিয়েছেন, অমন কিছু হচ্ছে না, ‘কখনো কখনো ভুল বোঝাবুঝি হয়। আমি সের্হি, বুসি আর জর্দির সঙ্গে কথা বলেছি। সবাই আমার মতো বেতন কমাতে চায়, ক্লাবের সঙ্গে একটা সমঝোতায় আসতে চায়। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে একজনকে আনুষ্ঠানিকভাবে বেতন কমাতে হতোই, নিবন্ধনের জন্য। তাই আমি কমিয়েছি। তাই বলে এই না যে বাকিরা কমাবেন না।’