বার্সেলোনায় আবার করোনার থাবা?
বার্সেলোনায় আবার করোনার থাবা?

বার্সায় দুই দিনে দুজনের করোনা

মাঠের খেলায় বার্সেলোনার অবস্থা যে খুব ভালো, তা বলা যাবে না। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে বহু আগে। দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইউরোপা লিগেও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে হেরে বিদায় নিতে হয়েছে। লিগের শেষ পর্যায়ে এসে চমক দেখিয়ে রিয়াল মাদ্রিদের হাত থেকে শিরোপা কেড়ে নেবে, সে সম্ভাবনাও নেই। কোনোভাবে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করার দিকেই এখন যত মনোযোগ।

এমন অবস্থায় মাঠের বাইরের একটি ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হচ্ছে বার্সেলোনার কোচ জাভিকে। টানা দুই দিনে দুজন বার্সা খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে সন্দেহ জেগেছে, বার্সেলোনা শিবিরে আবার মহামারি আকারে করোনা ছড়িয়ে পড়ল না তো?

সেন্টারব্যাক অস্কার মিঙ্গেসা প্রথমে আক্রান্ত হয়েছেন

গত বৃহস্পতিবার করোনা পজিটিভ হয়েছিলেন স্পেনের সেন্টারব্যাক অস্কার মিঙ্গেসা। গতকাল মিঙ্গেসার পথ ধরেছেন ড্যানিশ ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটও। ক্লাবের আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টই নিশ্চিত করেছে খবরটি। তবে করোনা পজিটিভ হলেও ব্রাথওয়েটের মধ্যে কোনো লক্ষ্মণ দেখা দেয়নি, সুস্থ আছেন তিনি। বার্সা জানিয়েছে, ‘মার্টিন ব্রাথওয়েট করোনা পজিটিভ হয়েছেন। খেলোয়াড় সুস্থই আছেন।’

ব্রাথওয়েটও আক্রান্ত হয়েছেন করোনায়

করোনা পজিটিভ হওয়ার কারণে মিঙ্গেসা ও ব্রাথওয়েটের কেউই আগামীকাল রিয়াল মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন না। তবে স্বস্তির ব্যাপার হলো দুজনের কেউই জাভির পরিকল্পনা ও কৌশলের অবিচ্ছেদ্য অংশ নন। এর ফলে তাঁরা যদি সুস্থও থাকতেন, এমনিতেও হয়তো খেলতে পারতেন না ম্যাচে। কিন্তু ম্যাচ না খেললেও, অন্যান্য খেলোয়াড়ের সঙ্গে মিলেমিশে থাকছেন তো। কোভিড ছড়ানোর জন্য অতটুকুই তো যথেষ্ট!

এর ফলে সামনে যদি বার্সার অন্যান্য খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনা যায়, আশ্চর্যের কিছুই থাকবে না।