মেয়েদের চ্যাম্পিয়নস লিগের ট্রফি নিয়ে লিওঁর খেলোয়াড় সমারের উচ্ছ্বাস
মেয়েদের চ্যাম্পিয়নস লিগের ট্রফি নিয়ে লিওঁর খেলোয়াড় সমারের উচ্ছ্বাস

মেয়েদের চ্যাম্পিয়নস লিগ

বার্সাকে হারিয়ে শিরোপা মেয়েদের ফুটবলের ‘রিয়াল মাদ্রিদের’

ছেলেদের ফুটবলে ইউরোপের রাজা যেমন রিয়াল মাদ্রিদ, মেয়েদের ফুটবলে ইউরোপের রানি তেমনি অলিম্পিক লিওঁ। ফ্রান্সের দল লিওঁ মেয়েদের চ্যাম্পিয়নস লিগে প্রথম শিরোপা জেতে ২০১০-১১ মৌসুমে, পরের মৌসুমেও শ্রেষ্ঠত্ব ধরে রাখে তারা। মেয়েদের ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের পরের তিন মৌসুমে আর শিরোপার দেখা পায়নি লিওঁ। তবে ২০১৬ থেকে ২০২০, এই পাঁচ বছরে টানা পাঁচটি শিরোপা জিতে মেয়েদের ফুটবলের ‘রিয়াল মাদ্রিদ’ই যেন হয়ে ওঠে ফ্রান্সের দলটি!

তবে এবারের চ্যাম্পিয়নস লিগে তুরিনের ফাইনালে তারা খেলতে গিয়েছিল আন্ডারডগ হিসেবেই। পুরো মৌসুমে লিগসহ সব ধরনের প্রতিযোগিতায় দুর্দান্ত খেলা বার্সেলোনার মেয়েদেরই ফেবারিট ধরে নিয়েছিলেন বেশির ভাগ মানুষ। কিন্তু বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে লিওঁ। আবার তারা উঠে গেছে মেয়েদের ইউরোপিয়ান ফুটবলের চূড়ায়।

লিওঁর কাছে ফাইনালে হেরে যাওয়ার পর বার্সেলোনার অধিনায়ক পুতেয়াসের হতাশা

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দেন লিওঁর মেয়েরা। ৩৩ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় তারা। ফ্রান্সের লিল শহরের মেয়ে আমাদাইন অঁরির ৬ মিনিটের গোলে এগিয়ে যায় লিওঁ। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হেগেরবার্গ, ১০ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন মাকারিও।

সর্বশেষ মেয়েদের ব্যালন ডি’অরজয়ী আলেক্সিয়া পুতেয়াসের ৪১ মিনিটের গোলে আশা জেগেছিল বার্সা শিবিরে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। পুয়েতাসের গোলটি এবারের চ্যাম্পিয়নস লিগে তাঁর ১১তম। আর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ৩৩তম গোল।

মেয়েদের চ্যাম্পিয়নস লিগের ট্রফি নিয়ে লিওঁর খেলোয়াড়দের উচ্ছ্বাস

ম্যাচ শেষে লিওঁর হেগেরবার্গ জয়ের কৃতিত্ব দিলেন দলের সবাইকে, ‘এটা দলীয় প্রচেষ্টার ফল।’ লিওঁর হয়ে আরও অনেক কিছু জয়ের প্রত্যয়ের কথাও জানিয়েছেন তিনি, ‘আমার বয়স এখন মাত্র ২৬ বছর। এটা (শিরোপা জয়) চলতে থাকুক।’