চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেটে লড়াই শেষ, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আজ ফুটবলের পিচেও বাংলাদেশের সামনে আফগানরাই। নিরপেক্ষ ভেন্যুতে হতে যাওয়া এই ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড। দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
তার আগে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের অতীত পারফরম্যান্সের দিকে একটু নজর বুলিয়ে নেওয়া যাক:
মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান
র্যাঙ্কিং | |||
বাংলাদেশ | ১৮২ | আফগানিস্তান | ১৪৯ |
ম্যাচ | বাংলাদেশ | আফগানিস্তান | ড্র |
৬ | ১ | ১ | ৪ |
বাংলাদেশ | ৯ | আফগানিস্তান | ৯ |
১৯৭৯ | |||
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি ১৯৭৯ সালে এশিয়ান কাপের বাছাইপর্বে। ঢাকায় সেই ম্যাচে ৪-১ গোলে জেতে বাংলাদেশ। | |||
২০১৫ | |||
দুই দলের সর্বশেষ দেখায় ৪-০ গোলে জেতে আফগানরা, ২০১৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপে। |
একনজরে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ
বাংলাদেশ | ম্যাচ | জয় | ড্র | হার | গোল |
মোট | ৫০ | ১০ | ৬ | ৩৪ | ৩৪/১২২ |
দেশে | ১৫ | ৫ | ৩ | ৭ | ১৬/২৩ |
প্রতিপক্ষের মাঠে | ২১ | ১ | ১ | ১৯ | ২/৭১ |
নিরপেক্ষ ভেন্যুতে | ১৪ | ৪ | ২ | ৮ | ১৬/২৮ |
সবচেয়ে বড় জয়
| বিপক্ষ | ভেন্যু | সাল |
৩-০ | শ্রীলঙ্কা | দুবাই | ১৯৯৩ |
৩-০ | মঙ্গোলিয়া | দাম্মাম | ২০০১ |
৩-০ | পাকিস্তান | ঢাকা | ২০১১ |
সবচেয়ে বড় পরাজয়
| বিপক্ষ | ভেন্যু | সাল |
০-৮ | জাপান | টোকিও | ১৯৯৩ |
০-৮ | জর্ডান | আম্মান | ২০১৬ |
বিশ্বকাপে বাছাইয়ের যত স্মৃতি
প্রথম অংশগ্রহণ: ১৯৮৬ বিশ্বকাপ। |
প্রথম ম্যাচ |
বাংলাদেশ ০: ২ ইন্দোনেশিয়া, জাকার্তা, ১৮ মার্চ ১৯৮৫। |
প্রথম গোলদাতা: আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ভারত, ১৯৮৫ |
সর্বোচ্চ গোলদাতা |
৩ আলফাজ আহমেদ |
জাহিদ হাসান এমিলি |
৬ |
সবচেয়ে বেশি মুখোমুখি থাইল্যান্ড ও তাজিকিস্তানের বিপক্ষে |
২ |
সবচেয়ে বেশি জয় থাইল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে |
দ্রুততম গোল |
২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় ১ মিনিটেই গোল করেছিলেন জাহিদ হাসান এমিলি |