ইউরোপিয়ান ফুটবলের আদলে বাংলাদেশের ফুটবলে ট্রান্সফার ফির চলন নেই। এবার প্রথমবারের মতো ‘ট্রান্সফার ফি’ শব্দের সঙ্গে পরিচিত হলো দেশের ফুটবল। দেড় লাখ টাকা ট্রান্সফার ফির বিনিময়ে সাইফ স্পোর্টিং ক্লাব থেকে জাফর ইকবালকে নিয়েছে মোহামেডান স্পোর্টিং। বিষয়টি নিশ্চিত করেছে দুটি ক্লাবই।
এবারের মৌসুমে স্থানীয় ফুটবলারদের দলবদলের সুযোগ নেই। করোনায় মৌসুম বাতিল হয়ে যাওয়া আগের ক্লাবেই নতুন মৌসুমে খেলতে হবে ফুটবলারকে। তবে সমঝোতার ভিত্তিতে খেলোয়াড় বদলের সুযোগ আছে। সে সুযোগেই সাইফ থেকে উইঙ্গার জাফরকে নিয়েছে মোহামেডান। এত দিন সাইফের সঙ্গে অনুশীলন করা জাফর আজ রাতের মধ্যেই মোহামেডানের ক্যাম্পে যোগ দেবেন।
দেশের ফুটবলপ্রেমীদের কাছে আফসোসের এক নাম জাফর। আন্তর্জাতিক যুব ফুটবলে দুর্দান্ত প্রতাপ দেখানো জাফরের জাতীয় দলে অভিষেক ২০১৬ সালে। ২০১৮ সালে ভিয়েনতিয়েনে স্বাগতিক লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়ে ২–২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। সে ম্যাচে প্রথম গোলটি এসেছিল জাফরের পা থেকেই। কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাবে জাতীয় দলে নিয়মিত হতে পারেননি।
২০১৭ সালে সাইফ স্পোর্টিংয়ে যোগ দেন জাফর। ক্লাবটি মূল জাতীয় দল ও বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়ে সমৃদ্ধ। এ ছাড়া আক্রমণভাগে খেলে থাকেন বিদেশিরা। ফলে সাম্প্রতিক সময়ে ক্লাবের জার্সিতে তো তেমন মাঠে নামারই সুযোগ পাচ্ছিলেন না। অন্যদিকে তারুণ্যনির্ভর মোহামেডানেরও প্রয়োজন ছিল দলের বর্তমান খেলোয়াড়দের থেকে অপেক্ষাকৃত ভালো ফুটবলারের। সে হিসেবেই জাফরের নতুন ঠিকানা মোহামেডান।
দেশের ফুটবলে প্রথম দুই ক্লাবের মধ্যে অর্থের বিনিময়ে দলবদলের বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব। জাফরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সাইফের ম্যানেজিং ডিরেক্টর নাসিরুদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের ক্লাব থেকে দেড় লাখ টাকা ট্রান্সফার ফিতে জাফরকে নিয়েছে মোহামেডান। বাংলাদেশের ফুটবলে ট্রান্সফার ফির প্রচলন হলো এই প্রথম। বলতে পারেন এটিই আমাদের ক্লাবের প্রথম কোনা আয়ও।’
সাইফের এটি প্রথম আয় হলেও ভবিষ্যত আয়ের পথ আগে থেকেই তৈরি করে রেখেছে তারা। দেশের ফুটবলে ইউরোপের অতি পরিচিত ‘রিলিজ ক্লজ’ চালু করেছে সাইফ। ২০১৯ সালে ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের সঙ্গে সাইফ স্পোর্টিং ক্লাব ৩ বছরের চুক্তি করেছে। তাদের অনুমতি ছাড়া ইয়াসিরকে নিতে চাইলে রিলিজ ক্লজ হিসেবে আগ্রহী ক্লাবকে ২ লাখ ডলার দিতে হবে। এ ছাড়াও আরও অনেক তরুণের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি করে রিলিজ ক্লজ ঠিক করে রেখেছে তারা।
২২ ডিসেম্বর শুরু হতে যাওয়া নতুন মৌসুমের জন্য আজ নতুন আট তরুণ খেলোয়াড়ের নাম নিবন্ধন করিয়েছে মোহামেডান। তাঁদের মধ্যে চারজনের সঙ্গে তিন বছর ও বাকি চার জনের সঙ্গে দুই বছরের চুক্তি বলে জানিয়েছেন ইমতিয়াজ। তিন বছরের চুক্তির তালিকায় আছেন মোহামেডানের সাবেক ডিফেন্ডার কায়সার হামিদের পুত্র সাদাত হামিদও। ১৯ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার হিসেবে মোহামেডানে যোগ দিলেও অস্ট্রেলিয়ান কোচ শন লেন তাঁকে সেন্টারব্যাক হিসেবে অনুশীলন করাচ্ছেন।