বসুন্ধরা–পুলিশ ম্যাচের একটি মুহূর্ত
বসুন্ধরা–পুলিশ ম্যাচের একটি মুহূর্ত

বলছেন কাজী সালাউদ্দিন

বসুন্ধরার পক্ষে বাঁশি বাজিয়েছেন রেফারি, সাইফের সঙ্গে করেছেন অন্যায়

মাঠের খেলার চেয়ে ঘরোয়া ফুটবল ইদানীং বেশি উত্তপ্ত রেফারিং–বিতর্ক নিয়ে। ১৩ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে সাইফ স্পোর্টিংয়ের ম্যাচে রেফারিকে লাথি মারার অভিযোগ ওঠে জামাল ভূঁইয়ার বিরুদ্ধে।

১৭ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ পুলিশ এফসি। আর সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি মোহামেডানের কাছে ২-০ গোলে হারের জন্য রেফারিকে দায়ী করে সাইফ স্পোর্টিং ক্লাব।

এবারের প্রিমিয়ার ফুটবল লিগে যে ঠিকমতো বাঁশি বাজাচ্ছেন না রেফারিরা, সেটি আজ অকপটে স্বীকার করে নিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। উদ্বোধনী ম্যাচ দেখতে এসে সংবাদমাধ্যমের সঙ্গে অনানুষ্ঠানিক এক আলোচনায় রেফারিদের ওপর ক্ষোভ ঝেড়েছেন বাফুফে সভাপতি।

ঘরোয়া ফুটবল ইদানীং বেশি উত্তপ্ত রেফারিং–বিতর্ক নিয়ে

মাঠে যে স্বচ্ছতার সঙ্গে ম্যাচ পরিচালনা করতে পারছেন না রেফারিরা, সেটা অকপটে মেনে নিয়েছেন তিনি, ‘পুলিশের সঙ্গে ম্যাচে বসুন্ধরা কিংসের পক্ষে বাঁশি বাজিয়েছে রেফারি, এটা সত্যি। ওই ম্যাচে রেফারির আচরণে আমি খুবই অসন্তুষ্ট। এ জন্য কাল রেফারিজ কমিটির প্রধানের সঙ্গে তিন ঘণ্টা সভা করেছি। তাদের জিজ্ঞেস করেছি কেন এমন হচ্ছে?’

সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে রেফারিদের আচরণ নিয়েও অসন্তুষ্ট কাজী সালাউদ্দিন, ‘সম্প্রতি দেখছি সাইফের বিপক্ষে কিছু অন্যায় সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। এসব নিয়ে আমি রেফারিদের সতর্ক করে দিয়েছি।’

রেফারিদের খেলা চালানোর যোগ্যতা ও দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। জানালেন, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিদেশি রেফারি আনার ব্যাপারটি বিবেচনা করছে বাফুফে।
রেফারিদের সঙ্গে তবে কি বাফুফের একটা দূরত্ব তৈরি হচ্ছে?

সালাউদ্দিন অবশ্য সেটি মানতে চান না ‘এখানে যেটি হচ্ছে, তা হলো ওরা নিজেদের জায়গায় ততটা দায়িত্ববান না। এখনো বড় ম্যাচ পরিচালনা করার মতো পরিণত না ওরা। আজ আমি এসব বিষয় নিয়ে কথা না–ও বলতে পারতাম। কিন্তু আমি এখানে সবার সামনে কথাগুলো বলছি। বিদেশি রেফারি আনা যায় কি না, সেটি নিয়েও ভাবছি। আমার সাধারণ সম্পাদক এটি নিয়ে কাজ করছে।’

গুরুত্বপূর্ণ ম্যাচে বিদেশি রেফারি আনতে চান বাফুফে সভাপতি

লিগ নিষ্পত্তি, অবনমনের মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিদেশি রেফারি আনা হবে বলে জানালেন কাজী সালাউদ্দিন, ‘বিদেশি রেফারি গুরুত্বপূর্ণ ম্যাচে আনতে চাই। কিন্তু এখানেও সমস্যা আছে। অর্থনৈতিক একটা ব্যাপার আছে। এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। রেফারিং নিয়ে সব সমস্যা আমি সমাধান করতে চাইছি।’