বসুন্ধরার খেলোয়াড়দের ছাড়াই জাতীয় দলের ক্যাম্প শুরু

অনুশীলনে জাতীয় ফুটবল দল।
ফাইল ছবি: প্রথম আলো

এএফসি কাপ খেলতে কাল মালদ্বীপে যাওয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের। কিন্তু শেষ মুহূর্তে খেলা স্থগিত হয়ে যাওয়ায় মালদ্বীপে যাওয়া হয়নি তাদের। ঈদের আগে প্রিমিয়ার লিগের খেলাও নেই ক্লাবটির। তাই বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আজ শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছিল বসুন্ধরার ফুটবলারদের। কিন্তু আজ যোগ দেননি আনিসুর রহমান, বিপলু আহমেদরা।

বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে পাঁচজন স্ট্যান্ডবাইসহ মোট ৩৩ জন ফুটবলার ক্যাম্পে ডাকা হয়েছে। মূল ২৮ জনের তালিকায় বসুন্ধরার খেলোয়াড় সর্বোচ্চ ১০ জন। প্রিমিয়ার লিগে ক্লাবের খেলা আগে শেষ হওয়ার ভিত্তিতে আজ জাতীয় দলের ক্যাম্পে বসুন্ধরার খেলোয়াড়সহ মোট ১৬ জনকে যোগ দিতে বলা হয়েছে। বাকিদের মধ্যে তিনজন আবাহনীর, মোহামেডানের দুজন ও একজন বাংলাদেশ পুলিশের।

আজ রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে কোচ জেমি ডের।

আজ ক্যাম্পে বসুন্ধরার খেলোয়াড়েরা যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন ম্যানেজার ইকবাল হোসেন, ‘বসুন্ধরার খেলোয়াড়েরা আজ ক্যাম্পে যোগ দেবে না। বাকি ছয়জনের মধ্যে আবাহনীর গোলরক্ষক সোহেল (শহিদুল আলম), মোহামেডানের ডিফেন্ডার আতিকুজ্জামান ছুটি নিয়েছে। বাকি চারজন যোগ দেবেন।’ সে চারজন হলেন আবাহনীর সোহেল রানা, সাদ উদ্দিন; মোহামেডানের হাবিবুর রহমান ও বাংলাদেশ পুলিশ ক্লাবের জুয়েল আহমেদ।

জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে কাল রাতে চিঠি পেয়েছে বসুন্ধরা। আগামীকাল খেলোয়াড় ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি ইমরুল হাসান, ‘খেলোয়াড়দের মন খুব খারাপ। আজ তারা ক্যাম্পে যোগ দেবে না। আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব, কবে যোগ দিতে পারবে।’

গোলরক্ষক কোচকে সঙ্গে নিয়ে আজ রাতে ঢাকায় পৌঁছানোর কথা প্রধান কোচ জেমি ডের। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি অনুযায়ী পাঁচ দিনের হোম কোয়ারেন্টিনে থেকে দলের সঙ্গে যোগ দেবেন জেমি। এর আগে ফিটনেস কোচের অধীনে অল্প পরিসরে অনুশীলন শুরু হবে। ২১ অথবা ২২ মে বাছাইপর্বের আয়োজক কাতারে যাওয়ার ইচ্ছে বাফুফের। সেখানে ২৫ ও ২৯ তারিখ দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা চলছে। বাছাইপর্বে বাংলাদেশের ম্যাচ বাকি এখনো তিনটি। ৩, ৭ ও ১৫ জুন যথাক্রমে আফগানিস্তান, ভারত ও কাতারের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।