বাংলাদেশের ম্যাচ হচ্ছে না সিলেটে
বাংলাদেশের ম্যাচ হচ্ছে না সিলেটে

বন্যার কারণে সিলেটে হচ্ছে না মালয়েশিয়ার সঙ্গে সাবিনাদের ম্যাচ

প্রায় আট মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ২৩ ও ২৬ জুন সিলেট জেলা স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকারদের। কিন্তু বর্তমান বন্যা পরিস্থিতির কারণে ম্যাচ দুটি সিলেটে হচ্ছে না। ভেন্যু সরিয়ে ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আনা হয়েছে।

প্রায় আট মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

গত তিন দিন ভারতের আসাম ও মেঘালয়ে ক্রমাগত বৃষ্টির ফলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বন্যার কারণে সিলেট বিভাগের বেশির ভাগ এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। টেলিফোন নেটওয়ার্ক অকার্যকর হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন। এ অবস্থায় সিলেটে ম্যাচ আয়োজন না করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।

সবকিছু বিবেচনা করেই সিলেট থেকে ভেন্যু সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার জানিয়েছেন, ‘আমরা সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ অবস্থায় সিলেটে ম্যাচ আয়োজন করা কোনোভাবেই সম্ভব না। বিকল্প হিসেবে কমলাপুরেই ম্যাচ দুটি আয়োজন করতে হবে।’

দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার কথা মাথায় রেখেই মালয়েশিয়ার সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাংলাদেশের

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল গত বছর সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইপর্বে সর্বশেষ খেলেছে। এরপর খেলবে এই দুটি প্রীতিম্যাচ। এ ছাড়া আগামী আগস্টে নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশে। আগস্টে নেপালে হওয়ার কথা মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে চীনে এশিয়ান গেমসেও খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। কিন্ত করোনার কারণে এশিয়ান গেমস স্থগিত হয়ে গেছে। মূলত এই দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার কথা মাথায় রেখেই মালয়েশিয়ার সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা বাংলাদেশের।