বছরের সেরা নারী ক্রীড়াবিদ হলেন তহুরা

বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেলেন ফুটবলার তহুরা খাতুন

রূপচাঁদা-প্রথম আলো বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার পেলেন ফুটবলার তহুরা খাতুন। বাংলাদেশ নারী জাতীয় দলের এই ফুটবলার গত বছর দুর্দান্ত পারফরম্যান্স দেখান। চলতি অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপেও বাংলাদেশের হয়ে ভালো খেলছেন তহুরা।

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ ফুটবলার তহুরা খাতুন। ফাইল ছবি
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ ফুটবলার তহুরা খাতুন। ফাইল ছবি

গত মার্চে হংকংয়ে অনূর্ধ্ব-১৫ জকি কাপে দুটি হ্যাটট্রিকসহ ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন তহুরা। এরপর থিম্পুতে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুটি দুর্দান্ত গোলও এসেছে এই ফরোয়ার্ডের পা থেকে। ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হারলেও যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তহুরা।

অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা করে নিয়েছেন তহুরা। আজ অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের সেমিফাইনাল খেলছে বাংলাদেশ। সে দলেও আছেন তহুরা। ফলে পুরস্কার জেতার পর সরাসরি তাঁর অনুভূতি জানার সুযোগ হয়নি। তবে ছিলেন গর্বিত বাবা ফিরোজ মিয়া। এক সময় মেয়ের ফুটবলার হওয়ার স্বপ্নের পথে বাধা হয়েছিলেন। সেসব দিন পেরিয়ে এসেছেন, মেয়ের হয়ে এখন গলা ফাটানোতে ব্যস্ত থাকেন।

মেয়ের হয়ে পুরস্কার বুঝে নিলেন গর্বিত বাবা ফিরোজ মিয়া। ফাইল ছবি

আজ দেশসেরা নারী ক্রীড়াবিদের বাবা হওয়ার গর্বটা টের পাওয়া যাচ্ছিল তাঁর কণ্ঠে, ‘কখনোই চাইতাম না সে ফুটবল খেলুক। রাগ করতাম, বকা দিতাম। কিন্তু পরে বাংলাদেশের হয়ে যখন খেলা শুরু করল, বাংলাদেশকে জয় এনে দিতে লাগল, তখনই ভুল বুঝতে পেরেছিলাম। এখন আজ এত মানুষের সামনে পুরস্কার নিতে এসে আজ নিশ্চিত হলাম, মেয়েই ঠিক ছিল, আমি ভুল ছিলাম।’