আরও একবার - ১৪তম বারের মতো, চ্যাম্পিয়নস লিগ রিয়ালেরই
আরও একবার - ১৪তম বারের মতো, চ্যাম্পিয়নস লিগ রিয়ালেরই

ফটো গ্যালারি

ফ্রেমে বন্দী রিয়ালের ‘১৪’

প্যারিসে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে মহাকাব্য লিখেছে রিয়াল মাদ্রিদ। জিতেছে নিজেদের ১৪তম শিরোপা। কীভাবে হলো সেই মহাকাব্য লেখা? ছবিতে ছবিতে থাকছে সেটির গল্প -
রিয়ালের ১৪টি হয়েছে, আনচেলত্তিও তো ৪টি চ্যাম্পিয়নস লিগ জিতে রেকর্ড গড়েছেন। তাঁর সঙ্গেই খেলোয়াড়দের উদ্‌যাপন
যাঁর গোলে শিরোপা এল, সেই ভিনিসিয়ুসই আলিঙ্গনে বাঁধা পড়লেন সবার আগে
এক দফা নাচানাচি মাঠেই হলো। আরও বড় গান-নাচের ক্ষণ তো মাদ্রিদে ফেরার পর আসবে!
কোর্তোয়ার অবিশ্বাস্য অনেক সেভের একটি
ব্যবধান হয়ে থাকা গোলের পর ভিনিসিয়ুস
ভিনিসিয়ুসের গোলের পরই কি লিভারপুল সমর্থকেরা আঁচ করতে পেরেছিলেন যে শিরোপাটা মাদ্রিদেই যাচ্ছে?
এবার আর উঁচিয়ে ধরার জন্য হাতের কাছে বুঝি চেয়ার পাননি আলাবা। অবশ্য শিরোপার চেয়ে দামি আর কী হতে পারে!
এই ত্রয়ীর মাঝমাঠ গত ৮ বছরে রিয়ালে পাঁচ চ্যাম্পিয়নস লিগ এনে দেওয়ায় বড় অবদান রেখেছে
বয়স হয়ে গেছে ৩৬, এখনো কী দুর্দান্ত মদরিচ! তাঁর ব্যক্তিগত চ্যাম্পিয়নস লিগও এখন পাঁচটি
এমন দিনে ম্যাচসেরা পুরস্কার কোর্তোয়া ছাড়া আর কার হতে পারত?
আনচেলত্তির সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক কতটা সহজ, ছবিটিই হয়তো তা বলে
ম্যাচ শেষেই কোর্তোয়াকে জড়িয়ে ধরে উদ্‌যাপন সতীর্থদের। যাঁর কারণে শিরোপা, তাঁকে অভিবাদন জানাতে হবে না?
সমর্থকদের সঙ্গেই হলো সবার আগে উদ্‌যাপন
ফাইনালে গোল না পেলেও এবারের চ্যাম্পিয়নস লিগ যেভাবে রাঙিয়েছেন বেনজেমা, সেটি হয়তো ইতিহাসেই অনন্য উদাহরণ হয়ে থাকবে। রিয়াল সমর্থকদের বিশেষ ধন্যবাদ তাঁর প্রাপ্য