তিনটি প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ
তিনটি প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ

ফ্রান্স প্রবাসী তাহমিদ ডাক পেলেন জাতীয় দলে

ডেনমার্ক থেকে এসে এখন জাতীয় দলের অধিনায়কত্ব করছেন জামাল ভূঁইয়া। ফিনল্যান্ড থেকে এসে তারিক রায়হানও নিজেকে জাতীয় দলে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এবার জাতীয় দলে ডাকা হয়েছে প্রবাসী মিডফিল্ডার তাহমিদ ইসলামকে। ফ্রান্সের পঞ্চম স্তরের দল ভের্তু ক্লাবে খেলেন তাহমিদ। কিরগিজস্তানে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দলে নতুন মুখ আছে আরও একটি। তিনি রাহবার ওয়াহেদ খান। কানাডার সেমি প্রফেশনাল ওয়ান লিগ নর্থ টরন্টো নিট্রোস ক্লাবের হয়ে খেলছেন।

ডাক পেয়েছেন তাহমিদ (বাঁয়ে) ও রাহবার (ডানে)

এবার প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত পর্বে আছেন মোহামেডানের আতিকুজ্জামান। আগে কয়েক দফা প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেও এবারই প্রথম চূড়ান্ত দলে তাঁর নাম। এ ছাড়া চূড়ান্ত দলে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছেন উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা। পাসপোর্ট জটিলতায় বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়া শেখ জামালের ডিফেন্ডার রেজাউল করিমও আছেন দলে। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল রানা।

২৩ সদস্যের দল

গোলরক্ষক: আনিসুর রহমান, শহিদুল আলম, মিতুল মারমা

রক্ষণভাগ: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, আতিকুজ্জামান

মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, তাহমিদ ইসলাম (ফ্রান্স প্রবাসী)

আক্রমণভাগ: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান, ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ