ফ্রান্সের জয় উদ্ধার পাওয়া কিশোর ফুটবলারদের জন্য

সেমিফাইনালে জয়ের পর পগবা। ছবি: এএফপি
সেমিফাইনালে জয়ের পর পগবা। ছবি: এএফপি
>

বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ফ্রান্স। সেমিতে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে জয়ের এই আনন্দ পল পগবা উৎসর্গ করেছেন থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার পাওয়া কিশোর ফুটবলারদের

থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় নজর ছিল সারা বিশ্বের। ১৭ দিন আটকে থাকার পর সেই গুহা থেকে ১২ কিশোর ফুটবলারকে বের করে এনেছেন ডুবুরিরা। এতে আনন্দের বন্যা বয়ে গেছে গোটা বিশ্বে। আনন্দ ছুঁয়ে গেছে বিশ্বকাপের আসরেও। পল পগবা যেমন বিশ্বকাপ সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে পাওয়া জয় উৎসর্গ করেছেন উদ্ধার পাওয়া কিশোর ফুটবলারদের উদ্দেশে।

প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতির মধ্যে মঙ্গলবার চার কিশোর এবং তাদের কোচকে উদ্ধারের মধ্য দিয়ে শেষ হয় সেই অভিযান। বন্যাকবলিত সেই গুহায় অভিযানে বিলম্ব ঘটলে প্রাণহানির আশঙ্কা ছিল। কিন্তু থাই নেভি সিল এবং বিশ্বের সেরা কিছু ডুবুরির প্রচেষ্টায় বেঁচে যায় কিশোর ফুটবলাররা। ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা এতে ভীষণ আনন্দিত। সেই আনন্দই প্রকাশিত ম্যাচের পর তাঁর টুইটে, ‘এই জয় উৎসর্গ করছি দিনের নায়কদের জন্য, দারুণ করেছে ছেলেরা; তোমরা ভীষণ শক্ত।’

কিশোর ফুটবলারদের জয় উৎসর্গ করে পগবার টুইট। ছবি: টুইটার

থাইল্যান্ডের ওয়াইল্ড বোর দলের এই খুদে ফুটবলারদের বিশ্বকাপের ফাইনাল দেখার নিমন্ত্রণ করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরে ফিফার পক্ষ থেকেই জানানো হয়, ‘স্বাস্থ্যগত কারণে মস্কোয় ভ্রমণ করার মতো শারীরিকভাবে সক্ষম নয় কিশোরেরা। আমরা ফিফার অন্য কোনো অনুষ্ঠানে ওদের নিয়ে এসে আনন্দটা ভাগ করে নেব।’