ইউনাইটেড গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে আইইউবিএটিকে ৩-০ গোলে হারিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। ১টি করে গোল করেছেন সাখাওয়াত হোসেন, রিপন মোল্লা ও আশরাফুল ইসলাম। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী ২১ অক্টোবর বিকেল ৩-৩০ মিনিটে ফাইনালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে গণ বিশ্ববিদ্যালয়।
২২ মিনিটে এগিয়ে যেতে পারত গণ বিশ্ববিদ্যালয়। বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়া গণ বিশ্ববিদ্যালয়ের ফরোয়ার্ড রাসেল মুন্সিকে অবৈধভাবে ফেলে দেন আইইউবিএটির ডিফেন্ডার সাজিদ হোসেন। এরপর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সাখাওয়াত হোসেন। বাম দিকে ঝাঁপিয়ে বলটি ঠেকিয়ে দেন আইইউবিএটির গোলরক্ষক গ্রান্ট।
এরপর ৩০ মিনিটে আইইউবিএটির মাহবুবুর রহমানকে ঘুষি মেরে লালকার্ড দেখে মাঠ ছাড়েন গণ বিশ্ববিদ্যালয়ের স্ট্রাইকার আরাফাত মিয়া। ম্যাচের ৬১ মিনিটে গোল করে গণ বিশ্ববিদ্যালয়। প্রথম দফায় গণ বিশ্ববিদ্যালয়ের রাসেলের শট আইইউবিএটির গোলরক্ষক গ্রান্ট ফিরিয়ে দেন। এরপর ফিরতি শটে হেডে সাখাওয়াত ১-০ করেন। ৬৮ মিনিটে সাখাওয়াতের শট একইভাবে গ্রান্ট ফিরিয়ে দিলে ফিরতি বলে মাথা ছুঁয়ে ২-০ করেন রিপন মোল্লা। ম্যাচের ৭০ মিনিটে জয় নিশ্চিত করা তৃতীয় গোলটি করেন আশরাফুল ইসলাম।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজানে মর্মান্তিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন ফারাজ আইয়াজ হোসেন। নিজের জীবন বিসর্জন দিয়ে তারুণ্যের আদর্শের পরিণত হওয়া ফারাজের স্মরণে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ফুটবল উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে টানা তৃতীয়বারের মতো ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ আয়োজন করেছে সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ক্লাব।
এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ২২টি দল। চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা, রানার্সআপ ২ লাখ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউনাইটেড গ্রুপ, সহযোগী পৃষ্ঠপোষক হা-মীম গ্রুপ ও শাহজালাল ইসলামী ব্যাংক।