>চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চান জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো
চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বের লড়াই শেষ। চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর দলগুলো। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবে, তা জানা যাবে সোমবারের ড্রয়ে। বিশ্লেষকদের ধারণা শেষ ষোলোয় শক্ত প্রতিপক্ষই পেতে পারে রিয়াল মাদ্রিদ। সেটি লিভারপুল কিংবা জুভেন্টাসও হতে পারে। তবে শেষ ষোলোর লড়াইয়ে স্প্যানিশ ক্লাবটির মুখোমুখি হওয়ার ইচ্ছা নেই জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। একেবারে ফাইনালেই রিয়ালের মুখোমুখি হতে চান তিনি।
গত বছর রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। আপাতত রিয়ালকে এড়িয়ে যেতে চান তিনি। যদিও ইউরোপসেরার এ প্রতিযোগিতায় যেকোনো পর্যায়ে রিয়ালের মুখোমুখি হওয়াটা রোমাঞ্চকর তাঁর কাছে। ‘স্কাই স্পোর্টস ইতালিয়া’কে এ নিয়ে রোনালদো বলেন, ‘রিয়াল অসাধারণ দল। আমাকে জিজ্ঞেস করলে বলব, দেরিতে তাদের মুখোমুখি হতে চাই। ফাইনালে? আমি এখন অবশ্য সেটাই চাই।’ নিজেদের গ্রুপ (এ) থেকে রানার্স আপ দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে রিয়াল। ‘ডি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে জুভেন্টাস।
জুভেন্টাসকে ইউরোপসেরা করতেই ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছেন রোনালদো। তবে গত মাস থেকেই চোট নিয়ে ভুগছিলেন পর্তুগিজ তারকা। জুভেন্টাস কোচ মাউরিজিও সারির সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ভালো না বলেও গুঞ্জন উঠেছে ইতালিয়ান সংবাদমাধ্যমে। তবে বুধবার বেয়ার লেভারকুসেনের বিপক্ষে গোল পেয়ে আবারও ছন্দে ফেরার আভাস দিয়েছেন রোনালদো। চোটের সমস্যাও কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি, ‘ভালো লাগছে। শারীরিক সমস্যা পেছনে ফেলে এসেছি। চার সপ্তাহ কিছুটা ব্যথা নিয়ে খেলেছি। কিন্তু এখন সব ঠিক আছে।’