>কিছুদিন আগে ডান পায়ের পেছনের পেশিতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। সে চোট এখনো সারেনি। ফলে আজ রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামা হচ্ছে না আর্জেন্টাইন তারকার। ম্যাচটি শুরু হবে রাত একটায়।
গ্রীষ্মের ছুটি কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে ফিরতেই চোটে পড়েছিলেন মেসি। প্রথম দিনের অনুশীলনে ডান পায়ের পেছনের পেশিতে গ্রেড ওয়ান চিড় ধরেছিল। যে কারণে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরেও যাওয়া হয়নি তাঁর। মাঝে কয়েক দিন পেরিয়ে গেলেও সুস্থ হতে পারেননি আর্জেন্টাইন তারকা। ফলে তাঁকে ছাড়াই আজ লা লিগা শুরু করতে হবে বার্সেলোনাকে।
প্রথম ম্যাচটা বার্সা খেলবে বিলবাওয়ের মাঠ সান মামেসে। দলের সঙ্গে মেসিকে নেননি বার্সেলোনার কোচ ভালভার্দে। নিজের সবচেয়ে বড় রত্নকে খামোখা আরও ‘বিপদের’ মুখে ঠেলে দিতে চান না বার্সার কোচ। লিগের প্রথম ম্যাচ খেলছেন না মেসি, গত ১০ বছরে এমনটা হয়নি। শেষবার এমনটা হয়েছিল সেই ২০০৯ সালে। সেবার লিগের প্রথম ম্যাচে স্পোর্টিং গিহনের বিপক্ষে মাঠে নামা হয়নি মেসির।
গোড়ালির চোটটা সে বার বড় বেশি ভোগাচ্ছিল বার্সা তারকাকে। তৎকালীন বার্সা কোচ পেপ গার্দিওলা তাই মেসিকে নামানোর ঝুঁকি নেননি। এ ছাড়া সে ম্যাচের পাঁচ দিন পর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ থাকায় গার্দিওলাকে অনুরোধ করেছিলেন গিহনের বিপক্ষে ম্যাচটা না খেলার জন্য। তাতে বার্সার কোনো ক্ষতি হয়নি। জ্লাতান ইব্রাহিমোভিচ, পেদ্রো রদ্রিগেজ ও বোয়ান কিরকিচকে নিয়ে গড়া আক্রমণভাগ সে ম্যাচে গিহনকে উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। এবারও অমন একটা ফলাফলের প্রত্যাশাই করবেন হয়তো ভালভার্দে!
তবে লিগের শুরুর ম্যাচে মেসি বরাবরই ভয়ংকর। ওই ম্যাচের পর গত ৯ বছরের ৯ ম্যাচে মেসি গোল করেছেন ১৪টি। এর মধ্যে পাঁচ ম্যাচে করেছেন জোড়া গোল, এক ম্যাচে হ্যাটট্রিক। ভালভার্দে চাইবেন, মেসির দায়িত্বটা যেন স্কোয়াডের বাকিরা মিলে এই ম্যাচে ভাগাভাগি করে নেন!
এই ম্যাচে মেসি ছাড়াও স্কোয়াডে রাখা হয়নি ব্রাজিলের মিডফিল্ডার আর্থার মেলো, চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল, ফরাসি সেন্টারব্যাক জ্যাঁ-ক্লাইর তোদিবো। প্রীতি ম্যাচে প্রতিভার ঝলক দেখানো কার্লেস পেরেজ আছেন অবশ্য।