গ্রিসে ছুটিটা ভালো কাটছে না ম্যাগুয়ারের (ডান থেকে তৃতীয়)
গ্রিসে ছুটিটা ভালো কাটছে না ম্যাগুয়ারের (ডান থেকে তৃতীয়)

বিতর্কে হ্যারি ম্যাগুয়ার

পুলিশ পিটিয়ে হাজতে ‘ছুটি’ কাটাচ্ছেন ইউনাইটেড অধিনায়ক

মাইকোনোসের এক বারের বাইরে আজ প্রথমে ব্রিটিশ কয়েকজন নাগরিক ও পরে গ্রিক পুলিশের সঙ্গে মারামারি করেছেন ম্যাগুয়ার, তার জেরে ২৭ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডারকে হাতকড়া পরিয়ে হাজতে নিয়ে গেছে পুলিশ।

কোনো শিরোপা না এলেও মৌসুমটা একেবারে খারাপ কাটেনি তাঁদের। লিগে তাঁর দল ম্যানচেস্টার ইউনাইটেড হয়েছে তৃতীয়, এক মৌসুম বিরতি কাটিয়ে আবার চ্যাম্পিয়নস লিগে ফেরা তাই নিশ্চিত। বাকি তিন টুর্নামেন্টের কোনোটিতে শিরোপা জেতা দূরে থাক, ফাইনালেও ওঠা হয়নি ইউনাইটেডের। কিন্তু তিনটিতেই সেমিফাইনালে খেলেছে ম্যানচেস্টারের দলটা।

সব মিলিয়ে লম্বা একটা মৌসুমই কেটেছে। তারওপর আগামী মৌসুম শুরু হতে আর বেশি দেরি নেই। অল্প কদিনের ছুটি কাটাতে খেলোয়াড়েরা এখানে সেখানে ছুটি কাটাতে যাবেন, তা তো জানা কথাই। ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার গেলেন গ্রিসের দ্বীপ মাইকোনোসে। কিন্তু ছুটিটা আর ভালো কাটল কই বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডারের! মাইকোনোসের এক বারের বাইরে আজ প্রথমে ব্রিটিশ কয়েকজন নাগরিক ও পরে গ্রিক পুলিশের সঙ্গে মারামারি করেছেন ম্যাগুয়ার, তার জেরে ২৭ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডারকে হাতকড়া পরিয়ে হাজতে নিয়ে গেছে পুলিশ।

সঙ্গিনীর সঙ্গে গ্রিসে ছুটি কাটাচ্ছিলেন ম্যাগুয়ার

গতকাল রাতেই গ্রিক এক ওয়েবসাইটে একটা ভিডিও ফুটেজ আসে, যেখানে দেখা যায় মাইকোনোস টাউনের মাতোজিয়ান্নিয়া অঞ্চলে কয়েকজন ভক্তের সঙ্গে কথা বলছেন ম্যাগুয়ার। নিজেদের গ্রিসের শীর্ষ সংবাদ সংস্থা দাবি করা প্রোতোথেমা ডট কমের খবর, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টার কিছু পর ম্যাগুয়ারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। এক বারের বাইরে ছুটি কাটাতে যাওয়া অন্য কয়েকজন ব্রিটিশ নাগরিকের সঙ্গে ঝামেলা বাধে ম্যাগুয়ারদের। এ সময় স্থানীয় লোকেরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঝগড়া থামানোর চেষ্টা করেন। কিন্তু ম্যাগুয়ারের সঙ্গে থাকা তিনজন পুলিশের ওপর চড়াও হন।

থানায় ম্যাগুয়ার

এরপর যা হওয়ার তা-ই হলো! এই মৌসুমের শুরুতে কোনো ডিফেন্ডারের জন্য দলবদলের বিশ্ব রেকর্ড ৮ কোটি পাউন্ডে লেস্টার থেকে ইউনাইটেডে আসা ডিফেন্ডার মাঠে যেমন হাস্যকর কিছু ভুল করে সংবাদের শিরোনাম হয়েছেন, মাঠের বাইরেও এ বেলায় আর নিজেকে ও সঙ্গীসাথিদের বাঁচাতে পারলেন না। পুলিশ হাতকড়া পরিয়ে ম্যাগুয়ার ও তাঁর সঙ্গীদের নিয়ে যায় থানায়। গ্রিক সংবাদমাধ্যম জানাচ্ছে, তাতেও ভুল ভাঙেনি ম্যাগুয়ারদের। সেখানেও পুলিশকে মুখে-হাতে দুভাবেই আক্রমণ করেছেন ম্যাগুয়াররা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ।

ক্লাব অধিনায়কের গ্রেপ্তার হওয়ার খবর এসেছে ইউনাইটেড কর্তৃপক্ষের কানেও। ক্লাব সেটি নিয়ে বিবৃতিও দিয়েছে। যেখানে লেখা, ‘মাইকোনোসে গত রাতে হ্যারি ম্যাগুয়ারকে ঘিরে আনা একটি অভিযোগের কথা জানতে পেরেছে ক্লাব। হ্যারির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গ্রিক কর্তৃপক্ষকে তিনি পুরোপুরি সহযোগিতা করছেন। এই মুহূর্তে এর চেয়ে বেশি আর কোনো মন্তব্য করবে না ক্লাব।’