২০১৩–১৪ মৌসুমের স্মৃতি আনতে চাইছে রিয়াল মাদ্রিদ?
জোসে মরিনিও তিন বছর চেষ্টার পরও রিয়ালকে চ্যাম্পিয়নস লিগে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছিলেন। তাই পিএসজি থেকে কার্লো আনচেলত্তিকে একপ্রকার ছিনিয়ে এনেছিল স্প্যানিশ পরাশক্তিরা। এ জন্য কিছু অর্থ খসলেও সেটা পুষিয়ে দিয়েছেন আনচেলত্তি। সেবারই এক যুগের বেশি অপেক্ষা শেষ করে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছেন।
২০১৮ সালের পর টানা তিন বছর ধরে চ্যাম্পিয়নস লিগ থেকে খালি হাতে ফিরছে রিয়াল মাদ্রিদ। ওদিকে চোট–জর্জর এক স্কোয়াড নিয়ে সদ্য শেষ হওয়া মৌসুম দলকে টেনে ক্লান্ত জিনেদিন জিদান বিদায় বলে দিয়েছেন সপ্তাহের মাঝপথে। এ অবস্থায় রিয়াল কোচ খুঁজে নিতে সেই পুরোনো পথেই নাকি হাঁটছে। পিএসজি থেকে মরিসিও পচেত্তিনোকে টেনে আনতে চাইছে তারা। পচেত্তিনোও নাকি এরই মধ্যে পিএসজিকে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন!
ছয় মাস আগেই পিএসজির দায়িত্ব পেয়েছেন পচেত্তিনো। ক্লাবের পারফরম্যান্স ভালো হচ্ছে না, এই অজুহাত দেখিয়ে টমাস টুখেলকে ছাঁটাই করেছিল পিএসজি। আর সে দায়িত্বে ডেকে আনা হয়েছে পচেত্তিনোকে। ২০১৯–২০ মৌসুমে টটেনহাম থেকে ছাঁটাই হওয়ার পর বেকার থাকা পচেত্তিনো পিএসজিকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। ফ্রেঞ্চ কাপ জিতলেও তিন মৌসুম পর লিগ হাতছাড়া হয়েছে পিএসজির। চ্যাম্পিয়নস লিগেও ম্যানচেস্টার সিটির কাছে সেমিফাইনালে হেরে গেছে পিএসজি।
ওদিকে যেই টুখেলকে ছাঁটাই করেছিল পিএসজি, সেই টুখেল কাল চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। অথচ এই চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য দলবদলের বিশ্ব রেকর্ড চুরমার করে নেইমার, এমবাপ্পেদের কিনেছে পিএসজি। এমনিতেই টুখেলের এমন সাফল্যে জ্বলুনি হচ্ছে পিএসজি কর্তাদের। এখন সে জ্বলুনি বাড়িয়ে পচেত্তিনো নাকি চলে যেতে চাইছেন। গোলডটকমের স্প্যানিশ প্রতিনিধি মারিও কোরতেগানা জানালেন এ খবর।
পিএসজির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি আছে পচেত্তিনোর। এ অবস্থায় তাঁর ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছাতে পরিষ্কার অন্য কোথাও যেতে চাইছেন। এখন পর্যন্ত যে খবর, তাতে রিয়াল মাদ্রিদ ও পচেত্তিনোর পুরোনো ক্লাবই সবচেয়ে বেশি আগ্রহী। পচেত্তিনোকে ছাঁটাই করে মরিনিওকে দায়িত্ব দিয়েছিল টটেনহাম। কিন্তু পর্তুগিজ কোচের অধীনে উল্টোপথে হেঁটেছে স্পার্স। মরিনিওকে ছাঁটাই করে মৌসুমের শেষ দিকে সহকারী কোচ রায়ান মেসনকে দিয়ে কাটিয়ে দিয়েছে তারা। এখন আবার নতুন করে কোচ খুঁজে ফিরছে লন্ডনের ক্লাবটি।
ওদিকে পচেত্তিনোর প্রতি রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আগ্রহ বেশ পুরোনো। জিদান চলে যাওয়ায় সম্ভাব্য কোচ হিসেবে আন্তোনিও কন্তে, রাউল গঞ্জালেসের নাম শোনা গিয়েছিল প্রথমে। কিন্তু হঠাৎ করেই আলোচনায় চলে এসেছেন পচেত্তিনো। তবে দাবি করা হচ্ছে, পিএসজি যদি তাঁর অনুরোধে রাজি না হয়, তাহলে জোর করে বের হওয়ার চেষ্টা করবেন না পচেত্তিনো।