রাশিয়ায় ব্রাজিল ভরসা করার মতো একজন খেলোয়াড় পেয়েছে। তিনি ফিলিপে কুতিনহো। দুই ম্যাচে তাঁর গোলেই ব্রাজিল তুলে নিয়েছে ৪ পয়েন্ট। দলে নেইমারকে ছাড়িয়ে নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চে। অনেকের মতো এমনটাই ভাবছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক খেলোয়াড় কাকা।
মেসি-রোনালদো যুগ শুরু হওয়ার আগে শেষ ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়া কাকা বিশ্বকাপে ব্রাজিল দলের প্রধান চরিত্র হিসেবে দেখছেন কুতিনহোকে। নেইমার তিতের দলের মূল তারকা হলেও বার্সার প্লেমেকারই সেলেসাওদের খেলায় মূল ভূমিকা রাখছেন। কাকা জানিয়েছেন, ‘নেইমার আমাদের সেরা খেলোয়াড়। আমি মনে করি, নেইমারকে কীভাবে কাজে লাগাতে হবে তিতে সেটা জানে এবং দলকে আরও শক্তিশালী করার জন্য নেইমারকে প্রস্তুত করে ফেলবে। আমাদের গ্রুপ খুব কঠিন। আর কুতিনহোই আমাদের দলকে টানছে। সে-ই ব্রাজিলের হয়ে পার্থক্য গড়ে দিচ্ছে।’
ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে চোট ভালোই ভুগিয়েছে নেইমারকে। এখনো পুরোপুরি সুস্থ কি না প্রশ্ন রয়ে গেছে। সুইজারল্যান্ড ম্যাচে যেভাবে ট্যাকল করেছে, তাতে নেইমারের মনে চোট নিয়ে ভয় বেড়ে যেতে বাধ্য। কাকা বিষয়টি বুঝতে পারছেন খুব ভালো করেই, ‘তিন মাস ধরে তার সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছে। চোট থেকে সুস্থ হওয়ার জন্য কিছু সময় লাগেই। আমরা দেখছি যত ম্যাচ যাচ্ছে, সে তত উন্নতি করছে এবং আমি মনে করি আমাদের ওকে রক্ষা করতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমও এখন খেলোয়াড়দের খেলায় বেশ প্রভাব রাখছে বলে মনে করেন এসি মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়, ‘আমরা যখন বিশ্বকাপ খেলেছিলাম, সে সময় থেকে এই বিশ্বকাপ অনেক ভিন্ন। আমরা এখন সামাজিক যোগাযোগমাধ্যমকে জীবনের অংশ করে নিয়েছি। আমাদের সময় তথ্য খুঁজে বের করতে হতো। আর এখন সবকিছু খেলোয়াড়দের হাতের মুঠোতেই। এটা একটা পার্থক্য গড়ে দিয়েছে।’