ঘরের মাঠের বিশ্বকাপে নেইমারই ছিল ব্রাজিলের একমাত্র ভরসা। এবার প্রেক্ষাপটটা ভিন্ন, নেইমার তো আছেনই, তাঁর সঙ্গে কুতিনহো, উইলিয়ান, জেসুসের মতো খেলোয়াড়েরাও আছেন ব্রাজিল দলে। তবে তিতে থেকে শুরু করে জিনেদিন জিদান, জোসে মরিনহো কেউই তাঁদের ভরসা করতে পারছেন না। তাঁদের চোখে ব্রাজিল দলে এবার সবচেয়ে ভরসাযোগ্য খেলোয়াড়টি হলেন কাসেমিরো।
বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলিয়ান কোচ তিতের মুখে কাসেমিরোর প্রশংসার ফুলঝুরি ফুটছে, ‘কাসেমিরো পুরো মাঠে প্রাধান্য বিস্তার করে খেলে, আমি কখনো কল্পনাই করতে পারিনি ও ম্যাচে এতটা প্রভাব বিস্তার করে খেলতে পারবে।’
এবার রিয়াল মাদ্রিদের হয়ে পুরো মৌসুমেই অসাধারণ খেলেছেন কাসেমিরো। মূলত সেই খেলার প্রেমেই পড়েছেন তিতে, ‘আমি চাই ও রিয়াল মাদ্রিদে যেমনটা খেলেছিল, বিশ্বকাপেও সে রকমই খেলবে।’
শুধু তিতের মুখেই নিয়ে নয়, ব্রাজিলিয়ান সাবেক ফুটবল ম্যানেজার আলবার্তো পেরেইরাও কাসেমিরোর প্রশংসায় পঞ্চমুখ, ‘গত বছর আমি উয়েফাতে কোচদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, ওয়েলস কোচ ক্রিস কোলম্যান আমাকে বলেছেন, গ্যারেথ বেল নিজেও মানে কাসেমিরো রিয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওই–ই দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।’
আজ সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তিতের ব্রাজিল দল। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ ব্রাজিলকে জিততে হবে অথবা ড্র করতে হবে। কিন্তু দলটির নাম যেহেতু ব্রাজিল, তাই জয়ই তাদের একমাত্র লক্ষ্য। দেখা যাক এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের ভরসা হয়ে উঠতে পারেন কি না কাসেমিরো।