পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার
পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার

বলছেন থিয়াগো সিলভা

নেইমারের চেলসিতে যাওয়া উচিত

২০১৭ থেকে ২০২২—প্যারিসে এই পাঁচ বছরে চারটি ফরাসি লিগ ও তিনটি ফ্রেঞ্চ কাপসহ পিএসজির হয়ে ১১টি শিরোপা জিতেছেন নেইমার। কিন্তু আসল শিরোপাটাই যে পিএসজির হয়ে তাঁর জেতা হয়নি—একটি চ্যাম্পিয়নস লিগ! প্যারিসের ক্লাবটিকে কাঙ্ক্ষিত সেই শিরোপা জেতাতে চান নেইমার। তাই এখনই প্যারিস ছাড়তে চান না।  

ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোলডটকমের খবর, পিএসজি এবারের গ্রীষ্মে নেইমারের জন্য ভালো কোনো প্রস্তাব পেলে তাঁকে বিক্রি করে দেবে। এটা দেখেই কি না, পিএসজিতে নেইমারের সাবেক সতীর্থ থিয়াগো সিলভা একটি পরামর্শ দিয়েছেন, ‘তার উচিত চেলসিতে যাওয়া।’

ব্রাজিল দলের অনুশীলনে নেইমার ও থিয়াগো সিলভা

ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা এখন চেলসিতে আছেন। নেইমারের মতো একজন ভালো বন্ধুকে আবার সতীর্থ হিসেবে চান সিলভা, ‘তার চেলসিতে যাওয়া উচিত। সে যদি পিএসজি ছাড়ে, তাহলে অবশ্যই সেখানে যাওয়া উচিত।’

এমন একটি দলবদল হলে যে অসাধারণ এক ব্যাপার হবে, সিলভা বললেন সেটাই, ‘এমনটা যদি হয়, তাহলে সেরা ব্যাপারটাই ঘটবে। নেইমারের সামর্থ্য নিয়ে কথা বলার কিছু নেই আমাদের। এর পাশাপাশি সে আমার খুব ভালো বন্ধু।’

চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা (বাঁয়ে) চাইছেন, নেইমার তাঁর সতীর্থ হন

ভালো প্রস্তাব পেলে পিএসজি নেইমারকে বিক্রি করবে আর চেলসিও ভালো একজন উইঙ্গার খুঁজছে। দুইয়ে দুইয়ে চার মিলে গেলে সিলভা খুব খুশিই হবেন, ‘আমি আশা করছি এটা শুধু খবরেই থাকবে না, বাস্তবেই ঘটবে। তবে আসল সত্যটা যে কী, তা আমি জানি না।’

আরও একবার চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হওয়ার পর নেইমার পিএসজির সমর্থকদের সমালোচনার মুখে পড়েন। গত মৌসুমে অনেক ম্যাচেই সমর্থকেরা দুয়ো দিয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গারকে। গোল ডটকমের খবর, ক্লাবের ভেতরেও সমালোচনার মুখে পড়েছেন নেইমার। সব মিলিয়ে প্যারিসে তাঁর থাকা হবে কি না, তা সময়ই বলবে!