ম্যাচের পুরো সময় আধিপত্য ধরে রাখা পিএসজি গোল পায় দ্বিতীয়ার্ধের শেষভাগে এসে। শেষদিকে নেইমারের গোলে জয় পায় ফরাসি জায়ান্টরা। লিগ ওয়ানে বোর্দোয়ার বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয় পায় টুখেলের শিষ্যরা।
টানা চার জয়। এরপর নিজেদের মাঠেই রানসের বিপক্ষে ২-০ গোলের পরাজয় তো মেনে নেওয়া যায় না! এই ম্যাচে পিএসজি খুব করে জয়টা চেয়েছিল। কিন্তু এ জয় পেতে তাদের বেশ খানিকটা ঘাম ঝরাতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত। মিনিট দশেক আগেই সারাবিয়ার বদলি হিসেবে নামেন এমবাপে। নেমেই নিজের জাত চেনাতে শুরু করেন। তাঁর খেলা দেখে বোঝার উপায় ছিল না যে পিএসজির ফরাসি এই তারকা লম্বা সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
ম্যাচের ৭০তম মিনিটে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দারুণ গতিতে বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েন এমবাপে। গোলমুখে এমবাপের বাড়ানো বলে নেইমারের ডান পায়ের টোকায় বাকি কাজটুকু সারা হয়। প্রথমার্ধে বেশ কবার গোলের ভালো সুযোগ নষ্ট করা নেইমার এই গোল দিয়ে দলকে স্বস্তির জয় এনে দেন। এ জয়ে পিএসজি উঠে গেছে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে। নেইমারদের সংগ্রহে ১৮ পয়েন্ট।